সারাবিশ্ব গত একমাস ছিল ফুটবল উন্মাদনায় বুঁদ। দেশে এবং বিদেশে সব ধরণের তারকা এবং সাধারণ মানুষের সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে ফুটবলের পোস্টে সয়লাব। দৈনিক ব্যস্ততার পাশাপাশি ফুটবল যেন সবার জীবনে বাড়তি আনন্দ যোগ করেছিল।
বলিউড বাদশাহ সুপারস্টার শাহরুখ খান বরাবরই বিভিন্ন ধরণের স্পোর্টসের ভক্ত। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের মালিক তিনি। শুটিং না থাকলে তিনি তার পছন্দের দলের খেলা দেখতে মিস করেন না। এবারের পাঠান সিনেমা মুক্তির জন্য প্রচারণার পাশাপাশি ফুটবল বিশ্বকাপও তিনি উপভোগ করেছেন।
আর বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচও তিনি উপভোগ করেছেন ইংলিশ ফুটবল সুপারস্টার ওয়েন রুনির সঙ্গে। টানটান উত্তেজনার ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা-ফ্রান্স। আর এই ম্যাচে ফুটবল ফ্রান্সকে হারিয়ে অধরা বিশ্বকাপ জয় করেছে মেসির আর্জেন্টিনা।
জয়ের পর থেকে শুভেচ্ছায় ভাসছে পুরো আর্জেন্টিনা দল। লিওনেল মেসি পাচ্ছে সবচেয়ে বেশি প্রশংসা। এবার আর্জেন্টিনাকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউড কিং খান।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারে শাহরুখ খান লিখেছেন ‘আমরা অন্যতম সেরা বিশ্বকাপ ফাইনালের সাক্ষী থাকার সুযোগ পেলাম। আমার মনে আছে মায়ের সঙ্গে একটা ছোট টিভিতে বিশ্বকাপ দেখতাম।’
তিনি আরও লেখেন, ‘এখন এই একই উত্তেজনা বাচ্চাদের সঙ্গেও। ধন্যবাদ মেসি আমাদের সবাইকে বিশ্বাস করানোর জন্য প্রতিভা, স্বপ্ন আর কঠিন পরিশ্রমে!’
উল্লেখ্য, শাহরুখ খানের নতুন সিনেমা ‘পাঠান’ বড়পর্দায় মুক্তি পাবে ২০২৩ সালের ২৫ জানুয়ারি।
খুলনা গেজেট/ এসজেড