খুলনা, বাংলাদেশ | ১৪ আশ্বিন, ১৪৩১ | ২৯ সেপ্টেম্বর, ২০২৪

Breaking News

  দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৬০
  হেজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ নিহত, নিশ্চিত করেছে সশস্ত্র গোষ্ঠীটি
  ছাত্র আন্দোলনে ১৫৮১ জন নিহত হয়েছেন : স্বাস্থ্য বিষয়ক উপ কমিটি

মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত সাবেক এমপি নূরুল হক

পাইকগাছা প্রতিনিধি

মায়ের কবরের পাশে চির নিদ্রায় শায়িত হলেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদের সাবেক সদস্য এড. শেখ মোঃ নুরুল হক। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় জেলার পাইকগাছার গদাইপুর ইউনিয়নের পুরাইকাটি ঈদগাহ মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে নিজেরই প্রস্তুতকরা মাতা আলেকজান বিবি’র কবরের পাশে তাকে শায়িত করা হয়।

এদিকে জানাজা পুর্বে মরহুমের কফিনে শেষ শ্রদ্ধা নিবেদেন করেছেন সংসদ সদস্য, জেলা ও উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, পাইকগাছা সরকারি কলেজ ও ফসিয়ার রহমান মহিলা কলেজসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।

জানাযায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাইকগাছা-কয়রার সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু, সাবেক সংসদ সদস্য এড. সোহরাব আলী সানা, জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি বিএমএ সালাম, সাবেক সিনিয়র সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জামাল, বিএমএর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ডাঃ মোহাঃ শেখ শহীদ উল্লাহ, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, কয়রার উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান মাওঃ আ খ ম তমিজ উদ্দিন, পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, সাবেক ছাত্রনেতা শেখ মোঃ আবু হানিফ, জেলা পরিষদ সদস্য আব্দুল মান্নান গাজী, উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাবুদ্দিন ফিরোজ বুলু, মরহুমের ছেলে আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, আমিরুল ইসলাম ও শেখ রাসেদুল ইসলাম রাসেল, উপাধ্যক্ষ আফসার আলী, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মলঙ্গী, অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম, ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার, রুহুল আমিন বিশ্বাস, আব্দুল মজিদ গোলদার ও এসএম এনামুল হক, আ’লীগ নেতা জি এম ইকরামুল ইসলাম, প্রভাষক ময়নুল ইসলাম, এসএম রেজাউল হক, শেখ ইকবাল হোসেন খোকন, আব্দুর সাত্তার পাড়, সরদার গোলাম মোস্তফা, আলহাজ্ব মুনসুর আলী গাজী, কাজী আব্দুস সালাম বাচ্চু, জসিম উদ্দীন, শামীম সরকার, শেখ আনিছুর রহমান মুক্ত, মাহফুজুর রহমান সোহাগ, নাজমুল বাসার, জাকির হোসেন সরকার, হাফেজ মাওঃ জালাল উদ্দিন, রইসুল ইসলাম, আব্দুল কাদির, কামাল হোসেন, মুস্তাফিজুর রহমান, শেখ মাসুদুর রহমান, এমএম আজিজুল হাকিম, কাজী জাহাঙ্গীর হোসেন, এড. শেখ আবুল কালাম আজাদ, আসিফ ইকবাল রনি, ছাত্রলীগ নেতা এসএম মসিয়ার রহমান, তানজীম মুস্তাফিজ বাচ্চু, মাসুদ পারভেজ রাজু, রায়হান পারভেজ রনি ও রমজান সরদার।

এদিকে মরহুমের কফিনে শ্রদ্ধা নিবেদনসহ তাকে একনজর দেখতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি অসিত বরন বিশ্বাস, আ’লীগ নেতা আনন্দ মোহন বিশ্বাস, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিহির বরণ মন্ডল, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, বিধান চন্দ্র রায়, জেলা পরিষদ সদস্য নাহার আক্তার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী ও অবঃ প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, স্বেচ্ছাসেবকলীগের উপজেলা সভাপতি সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন, সাবেক ইউপি চেয়রামান কাজল কান্তি বিশ্বাসসহ সর্বস্তরের হাজারো মানুষ। জানাযা পরিচালনা করেন মাওঃ দিছার উদ্দিন।

উল্লেখ্য, সাবেক সাংসদ সদস্য বুধবার দুপুর সোয়া ২ টার সময় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। রাত সাড়ে ৩ টার দিকে মরহুমের মরদেহ পুরাইকাটিস্থ বাসভবনে পৌছায়।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!