খুলনার পাইকগাছায় খাবার দিতে দেরি হওয়ায় মায়ের উপর অভিমানে তন্নি (১৬) নামের এক স্কুল ছাত্রী নিজ ঘরের আঁড়ায় ঝুলে আত্মহত্যা করেছে । বৃহস্পতিবার (৯ জুন) সকালে উপজেলার রাড়ুলী ইউনিয়নের রাড়ুলী গ্রামে এ ঘটনা ঘটেছে।
সে উপজেলার রাড়ুলী ইউনিয়নের অজয় ঘোষের মেয়ে ও শহীদ কামরুল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
সর্বশেষ লাশের সুরত হাল রির্পোট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, বুধবার (০৯ জুন) সকাল সাড়ে ৭ টার দিকে তন্নি তার মাকে নিজ ঘরে খাবার দেওয়ার জন্য বলে। তবে মায়ের খাবার দিতে দেরী হওয়াতে অভিমান করে সে নিজ ঘরের আড়ায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। কিছুক্ষণ পর তার মা ভাত নিয়ে মেয়ের ঘরে গিয়ে দেখেন সে নিজ ওড়না গলায় পেঁচিয়ে ঘরের আড়াঁয় ঝুলে আছে। এর পর তার মায়ের ডাক-চিৎকারে বাড়ির ও আশ-পাশের লোকজন এসে নামানোর পর তাকে মৃত দেখতে পান।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান জানান, লাশের সুরত হাল রির্পোট শেষে আজ দুপুরে ময়না তদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃতর মামলা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।