১.
মাহে রমযানের পুন্য আরাধনায় প্রভু দাও আমায় মনের শক্তি
ভ্রাতৃপ্রেমের, দৃঢ় বন্ধন।
তাকওয়া অর্জনে প্রভু দিও তুমি ঈমানী মনোবল,
ধৈর্য্যজ্ঞানে তাযকিয়া অর্জনে করি যে; ত্যাগ, আত্মোন্নয়ন,
পরিবার-পরিজনে পরম ভালোবাসা মমতায় গড়িতে চাই-
পুত পবিত্র এক আদর্শ জীবন।
রমযানের কৃচ্ছতা সাধনে দীনের পথে, সেবার মাঝে
গড়ি যে কলুষমুক্ত মন। এতিম, মিসকিনের করি যে, হীত সাধন।
কঠোর শ্রমে পরম নিষ্ঠা ও প্রচেষ্টায় গড়ি সাহস,
কর্মোদ্যম, পরিশুদ্ধ করি দেহমন।
তিরিশ রোজার বরকতে ও ফজিলতে, দূর করি ষড়রিপুর-
তাড়না, কৃচ্ছতা, সংযমে গড়ি, সহিষ্ণু হৃদয়মন।
জিকির ও আযকারে, তারাবীহ সালাত শেষে, থাকি
তোমারি ধ্যানে-মগ্ন, উপাসনায় সর্বক্ষণ।
মাহে রমযানের পুন্য মাসে সালাতে কায়োমনে-
‘এহ্তেসাবে গড়ি’ শক্ত ঈমান, চাই তোমারি সর্ব
-দয়া, পার্থিব সুখ ও কল্যান।
তওবার মাঝে সকল গোনাহর চাই ক্ষমা, চাই
তোমার অপার অনুগ্রহ, পার্থিব সুনাম
ও শান্তির বারতা, প্রভু হে মহান।
কুরআনের জ্ঞানে আলোকিত করো মোরে, ইসলামী জ্ঞানে
জ্যোতির্ময় হোক, জীবনমান; সংসারে হালাল
রুজির করি যে সন্ধান, – পার্থিব শান্তি-সুখ
রিযিক ও দৌলত, তোমারই যে মহৎ দান।।
২.
পরম সৌভাগ্যের পথ খুলে দিও প্রভু পরপার
সকল ভুল-ত্রুটির করো ক্ষমা সওমের গুনে
সুখের জান্নাত নসীব করো আমার।
রাসূল(সা:) প্রেমে, আনুগত্যে গড়ি, অহংকারমুক্ত আদর্শ
জীবন-সোপান।
নাজাত দিও প্রভু দয়াময়, সহজে পুলসিরাত যেন ‘আমি
-পাড়ি দিতে পারি,’ মুনাজাত কবুল করো হে পরওয়ারদেগার।
শ্রমের পুন্য-ফসলে, সম্পদে ভূষণে, নির্লোভ থাকি যে
আমি,- ইসলামী চেতনায়-গড়িতে ঈমান।
হাজারো শোকর গুজারী, তোমার অপার রহমতে
দুনিয়ায় দিয়েছো শান্তির সুবাস, কর্মের পুরস্কার।
মাতৃপিতৃ স্নেহে গড়েছি এ সৎ জীবন, পেয়েছি
সুযোগ প্রাতিষ্ঠানিক শিক্ষার।
কুরআনী জ্ঞানে, দীনের দাওয়াতে ইসলামী
জ্ঞানে আলো ছড়িয়ে পড়ুক – সওমের পুন্য সাধনার,
মাহে রমযানের রহমতে সফল হোক আমারই
-সকল কামনা-বাসনার। আখিরাতের পথ
হোক সুখের, পুণ্যময় এই আরাধনার, প্রার্থনার।
খুলনা গেজেট/ এস আই