চলতি মাসের শেষ সপ্তাহে শ্রীলঙ্কার বিমান ধরবে বাংলাদেশ দল। সঙ্গে থাকবে হাই-পারফম্যান্স দলও। এই সফরে টাইগাররা খেলবে তিন ম্যাচের টেস্ট সিরিজ। তার আগে দীর্ঘ প্রস্তুতি রয়েছে শ্রীলঙ্কায়। যদিও আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে এখনও কোনো দল ঘোষণা করেনি। তবে ক্রিকেট ভিত্তিক সাইট ‘ক্রিকবাজ’ দিয়েছে ২৭ জনের প্রাথমিক দল।
প্রাথমিক দলে মাহমুদউল্লাহ’র অন্তর্ভুক্তি কিছুটা চমক হয়েই এসেছে। কারণ এর আগে জাতীয় দলের অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে সাদা বলের ক্রিকেটে মনোযোগী হতে বলেছিল টিম ম্যানেজমেন্ট। এমনকি টেস্ট ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিতেও জায়গা হয়নি তার।
এদিকে প্রাথমিক দলে ডাক পাওয়া মোস্তাফিজও টেস্টে অনিয়মিত সদস্য। লাল বলের কেন্দ্রীয় চুক্তিতে নাম নেই এই বাঁহাতি পেসারেরও। ২৭ সদস্যের দলে ৯ পেসারের মধ্যে তিনি একজন। দলে আছে ৪ স্পিনারও। তবে সফরের আগে এই স্কোয়াডের আকার কমে ২০ জনে দাঁড়াবে। আপাতত খেলোয়াড়দের ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করছে বিসিবি।
ক্রিকবাজকে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, হ্যাঁ, শ্রীলঙ্কা সফরের জন্য আমরা মাহমুদুল্লাহকে রেখেছি। তবে এটা আপাতত প্রাথমিক দল। সবার জন্য ভিসার আবেদন করেছি। সফরের আগে আমরা সরকারের অনুমতির অপেক্ষা করছি। তবে মূল দল নেমে আসবে ২০ সদস্যে।
তিনি আরও বলেন, আমরা দলটাকে বড় রেখেছি যাতে কয়েকজনকে স্ট্যান্ড বাই হিসেবে রাখা যায়। বর্তমান কোভিড পরিস্থিতিতে কয়েকজনকে তৈরি করে রাখাই উচিত। ২৭ সদস্যের দলে আমরা ৯ জন পেসার রাখলেও ২০ সদস্যের মূল দলে ৬ জন পেসার রাখব। তবে শ্রীলঙ্কায় গিয়ে ১৭ সদস্যের দল ঘোষণা করা হবে। বাকি ৩ জনকে আবার ঢাকায় ফেরত পাঠানো হবে।
বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, সাইফ হাসান, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, নাজমুল শান্ত, মোসাদ্দেক সৈকত, মাহমুদুল্লাহ রিয়াদ, ইয়াসির রাব্বি, নুরুল হাসান সোহান, মেহেদি মিরাজ, তাইজুল ইসলাম, সানজামুল ইসলাম, নাঈম হাসান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, সাইফউদ্দিন, এবাদত হোসেন, আবু জায়েদ রাহী, হাসান মাহমুদ।
খুলনা গেজেট/এএমআর