খুলনা, বাংলাদেশ | ১০ পৌষ, ১৪৩১ | ২৫ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  জাহাজে সাত খুনের ঘটনায় জড়িত সন্দেহে আকাশ মন্ডল ইরফানকে বাগেরহাট থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব
  খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ আজ

মাশরাফির মতামত গায়ে মাখছেন না গিবসন

গেজেট ডেস্ক

বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা দলের বর্তমান কোচিং স্টাফের সমালোচনা করে সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাস দেন। এতে তিনি দলের কোচিং স্টাফদেরও এ ব্যর্থতার জন্য দায়ী করেন। মানসিকভাবে বিধ্বস্ত ক্রিকেটাররা টিম ম্যানেজমেন্টকে পাশে পায় কিনা, এসব প্রশ্ন তুলে ধরেন মাশরাফি।

এ বিষয়ে প্রতিক্রিয়ায় ওটিস গিবসন জানান, দলের বাইরের কারও কথা নিয়ে তাদের কোনো আগ্রহ নেই।

বিশ্বকাপের মূলপর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে বাংলাদেশের হারের পর থেকেই চলছে নানা আলোচনা-সমালোচনা।

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগের দিন মঙ্গলবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এটি নিয়েই জিজ্ঞাসা করা হয় গিবসনকে।

তিনি বলেন, এটা নিয়ে আমার একদমই ভাবনা নেই। আমাদের বৃত্তের বাইরে কে কী বলল, তা নিয়ে কোনো আগ্রহ বা ভাবনা নেই। কোচিং গ্রুপ হিসেবে আমরা কী করছি, তা আমাদের জানা আছে। তো, দলের বাইরের কে কী বলছে, সেসবে কিছু যায়-আসে না।”

লিটনের ক্যাচ ছাড়ার প্রসঙ্গে গিবসন টেনে আনলেন সামাজিক যোগাযোগমাধ্যমের সমালোচনাকে।

“আমাদের দলের বাইরে, সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কিছু, এখানে কে কী বলছে, তা আমাদের নিয়ন্ত্রণে নেই। দলের ভেতরে বা আশেপাশে যা বলা হচ্ছে, সেটিই কেবল আমরা নিয়ন্ত্রণ করতে পারি। নিশ্চিতভাবেই আমাদের দলে ম্যাচ হারার জন্য একজনকে দায় দেওয়া হচ্ছে না। বরং ওকে সমর্থন দিচ্ছি।”

বিশ্বকাপের প্রথম রাউন্ডে প্রথম ম্যাচ হেরে যাওয়ার পর পরের দুই ম্যাচ জিতে বাংলাদেশ সুপার টুয়েলভ নিশ্চিত করে গ্রুপে দ্বিতীয় হয়ে। এরপর মূল লড়াইয়ের মঞ্চে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১৭১ রান করেও বিশাল ব্যবধানে হেরে যায় টাইগাররা।

 

খুলনা গেজেট/এএ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!