নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় দলের ক্রিকেটার মাশরাফি বিন মোর্ত্তজার দুই সন্তান হুমায়রা মোর্ত্তজা ও সাহেল মোর্ত্তজা। মাশরাফির পারিবারিক সূত্রে জানা যায়, আপাতত হুমায়রা ও সাহেল শারীরিকভাবে সুস্থ আছে।
বাবা-মাসহ পরিবারের সবাই করোনা থেকে সেরে উঠেছেন মাস দুয়েক হয়েছে। যখন সবাই এই মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তখন দুই সন্তান মেয়ে হুমায়রা মোর্তজা ও ছেলে সাহেল ছিলেন সুস্থ। তবে তাদেরও ছাড়েনি এই করোনাভাইরাস। মঙ্গলবার নড়াইল ডেপুটি কমিশনার অফিসে এক সভায় দুই সন্তানের করোনা আক্রান্তের খবরটি নিশ্চিত করেন। এদিকে পারিবারিক সূত্রে জানা গেছে দুজনই সুস্থ আছেন। বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। হুমায়রা করোনা আক্রান্ত হবার ১২ দিন পার হয়েছে মঙ্গলবার। এদিকে ছেলে সাহেলেরও ৬ দিন হয়েছে।
মাশরাফীর পারিবারিক সূত্র জানায়, কয়েকদিন আগে হালকা জ্বরের উপসর্গ দেখা দিলে হুমায়রা ও সাহেলকে কোভিড-১৯ টেস্ট করানো হয়। তখন দুজনেরই পজিটিভ আসে। তবে আশার খবর হলো, আপাতত জ্বর নেই, সুস্থ আছে হুমায়ারা-সাহেল। মাশরাফীর ঢাকার বাসাতেই চিকিৎসা চলছে তাদের।
আপাতত ক্রিকেট থেকে দূরে আছেন মাশরাফী। সর্বশেষ গত মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছিলেন তিনি। ওই সিরিজেই বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্ব ছাড়েন এই পেস তারকা। এরপর করোনার ধাক্কায় আর ক্রিকেটে ফেরা হয়নি। চলমান বিসিবি প্রেসিডেন্টস কাপেও নেই সাবেক এই অধিনায়ক। সবকিছু ঠিক থাকলে টি-টোয়েন্টি টুর্নামেন্টে দেখা যেতে পারে তাঁকে। এই সময়টা নিজের সংসদীয় এলাকায় কাটাচ্ছেন বাংলাদেশের সফলতম অধিনায়ক।
খুলনা গেজেট/এএমআর