আগামী ১১ থেকে ১৯ মার্চ ঢাকায় হতে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকি। ছয় দলের এই প্রতিযোগিতায় সবাই সবার সঙ্গে খেলবে। বাংলাদেশের প্রথম ম্যাচ মালয়েশিয়ার বিপক্ষে, ১১ মার্চ। এর আগে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে জাপান ও ভারত। খেলা হবে মওলানা ভাসানী স্টেডিয়ামে।
বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ভারতের বিপক্ষে খেলবে ১২ মার্চ। পরের দিন জাপান,১৫ মার্চ দক্ষিণ কোরিয়া এবং ১৬ মার্চ পাকিস্তানের বিপক্ষে লড়বেন জিমি- শিতুলরা। এছাড়া ১৮ মার্চ স্থান নির্ধারণী ম্যাচ ছাড়াও হবে দুটি সেমিফাইনাল। ফাইনাল হবে ১৯ মার্চ।
বাংলাদেশ দলের অনুশীলন ডিসেম্বরের শেষে শুরু হতে পারে, এমনটি জানিয়ে হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বলেছেন ‘চ্যাম্পিয়নস ট্রফির সূচি ঠিক হয়ে গেছে। আমরা আগামী মাসের শেষে জাতীয় দলের প্রস্তুতি শুরু করতে পারি।’
খুলনা গেজেট/এএমআর