রাজধানীর মালিবাগে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ তিনজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তারা হলেন- মো. হেলাল উদ্দিন (৫০), মো. নাদের আলী (৫০) ও মোঃ সিদ্দিকুর রহমান (৬০)। তারা রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ছিলেন।
সোমবার (৭ মার্চ) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, মালিবাগে গোডাউনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ পাঁচজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তাদের তিনজন মারা গেছেন। এর মধ্যে হেলাল উদ্দিন মারা যান রোববার দুপুর একটার দিকে। আর নাদের আলী রাতে সাড়ে ১০টার দিকে মারা যান। হেলালের শরীরের ৮৫ শতাংশ এবং নাদেরের ৪৩ শতাংশ দগ্ধ ছিল। আর মোঃ সিদ্দিকুর রহমান (৬০) মারা যান আজ সকালে।
জানা গেছে, গত ২রা মার্চ দিনগত রাত ১টার দিকে রাজধানীর মালিবাগের ঢামালিবাগ চৌধুরীপাড়া এলাকায় একটি গোডাউনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে।
এতে পাঁচজন দগ্ধ হন। তাদের সবাইকে ওই রাতেই শেখ হাসিনা বার্নে ভর্তি করা হয়।
এদিকে, দগ্ধ অন্য দুজন বর্তমানে চিকিৎসাধীন। তারা হলেন- মো. নূরনবী ও মো. ইউসুফ আলী। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর এবং একজন আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
খুলনা গেজেট/ এস আই