খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি
  সংস্কার-নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে : ফখরুল

মালিতে সামরিক অভ্যুত্থান, আটক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

মন্ত্রিসভার পুনর্গঠনের পর মালিতে সামরিক বাহিনীর সদস্যরা দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীকে রাজধানী বামাকোর বাইরে একটি সামরিক ঘাঁটিতে নিয়ে গেছে। খবর আল জাজিরা, রয়টার্স ও বিবিসির।

জানা গেছে, প্রেসিডেন্ট বাহ নদাও, প্রধানমন্ত্রী মক্টর ওয়ান ও প্রতিরক্ষামন্ত্রী সুলেমান ডকারকে সোমবার কাতি সামরিক ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে। নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়ে মালির সামরিক বাহিনীর এক শীর্ষ সদস্য এ খবর নিশ্চিত করেছেন।

গতকাল সোমবার দেশটির মন্ত্রিসভার পুনর্গঠনের পর এ ঘটনাকে দৃশ্যত সামরিক অভ্যুত্থান হিসেবে দেখছে বিশ্ব মিডিয়া। এরই মধ্যে জাতিসংঘ দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীকে ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!