খুলনা, বাংলাদেশ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ নভেম্বর, ২০২৪

Breaking News

  ডেঙ্গুতে একদিনের ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২১৪

মালদ্বীপে বাকি পাঁচ ম্যাচ খেলবে বসুন্ধরা কিংস!

ক্রীড়া প্রতিবেদক

এএফসি কাপের ‘ই’ গ্রুপের বাকি ম্যাচগুলো শেষ পর্যন্ত মালদ্বীপে হতে যাচ্ছে। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তবে বাংলাদেশ ও ভারত থেকে আয়োজক হওয়ার আবেদন না করায়, দ্বীপ দেশটিতেই যে বাকি ১০ ম্যাচ হতে যাচ্ছে তা একপ্রকার নিশ্চিত।
এএফসি তিন দেশের চারটি ক্লাবকে আয়োজক হওয়ার জন্য আবেদনের সময় দিয়েছিল ১৭ জুলাই পর্যন্ত। এ সময়ের মধ্যে কেবল মালদ্বীপের দুটি ক্লাবই তাদের ফেডারেশনের মাধ্যমে ‘ই’ গ্রুপের বাকি ম্যাচগুলো আয়োজনের আবেদন করেছে। এএফসি এখন মালদ্বীপের সবকিছু পর্যবেক্ষণ করে ৩০ জুলাই সিদ্ধান্ত জানাবে।
তবে ধারণা করা করা হচ্ছে মালদ্বীপের আবেদন গ্রহণযোগ্য হবে এএফসির কাছে। যেসব দেশে সীমিত আকারে আন্তর্জাতিক ফ্লাইট সিডিউল শুরু হয়েছে সেখানে মালদ্বীপ আছে। ভারত থেকে মালদ্বীপের ফ্লাইটও আছে।
স্থগিত থাকা এএফসি কাপের খেলা নতুন সিডিউল হবে ২৩, ২৬ , ২৯ অক্টোবর এবং ১ ও ৪ নভেম্বর। প্রতিদিন দুটি করে ম্যাচ। ‘ই’ গ্রুপে আছে তিন দেশের ৪ দল। বাংলাদেশের বসুন্ধরা কিংস, ভারতের চেন্নাই সিটি এফসি এবং মালদ্বীপের টিসি স্পোর্টস ও মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব। সব ম্যাচই হবে সেন্ট্রাল ভেন্যুতে এ সিদ্ধান্ত আগেই নিয়েছিল এএফসি।
বসুন্ধরা কিংসের বাকি ৫টি ম্যাচ ২৩ অক্টোবর মাজিয়ার বিরুদ্ধে, ২৬ অক্টোবর চেন্নাই সিটি এফসির বিরুদ্ধে, ২৯ অক্টোবর চেন্নাই সিটি এফসির বিরুদ্ধে, ১ নভেম্বর টিসি স্পোর্টসের বিরুদ্ধে এবং ৪ নভেম্বর মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের বিরুদ্ধে। বসুন্ধরা কিংস নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের টিসি স্পোর্টসকে ৫-১ গোলে হারিয়ে গ্রুপের শীর্ষে অবস্থান করছে।

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!