খুলনা, বাংলাদেশ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  কুমিল্লায় বজ্রপাতে স্কুলছাত্রসহ ৪ জনের মৃত্যু, কিশোরগঞ্জে ৩ জন
  সারা দেশে হয়রানিমূলক ও মিথ্যা মামলা হচ্ছে, যা ঠিক নয়: আইন উপদেষ্টা
  ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করে পিএসসির প্রজ্ঞাপন

মার্চে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ

ক্রীড়া প্রতিবেদক

তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে মার্চে শুরু হবে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ। ম্যাচগুলো মিরপুর ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। ১ থেকে ১৪ মার্চ পর্যন্ত চলবে এই সিরিজ।

দীর্ঘ ছয় বছর পর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ইংল্যান্ড। ২০১৬ সালে তিন ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ হলেও এবারের সিরিজে নেই টেস্ট ম্যাচ।

মঙ্গলবার বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের সূচি প্রকাশ করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এর আগে বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

২০২৩ সালের ১ মার্চ মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে দিয়ে শুরু বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ। ৩ মার্চ দ্বিতীয় ওয়ানডে হবে মিরপুরেই। আর ৬ মার্চ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

ওয়ানডে শেষে ৯ মার্চ চট্টগ্রামেই শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি। ১২ ও ১৪ মার্চ বাকি দুটি টি-টোয়েন্টি ম্যাচ হবে মিরপুরে।

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের সূচি

ওয়ানডে:

প্রথম ওয়ানডে ১ মার্চ – মিরপুর
দ্বিতীয় ওয়ানডে ৩ মার্চ – মিরপুর
তৃতীয় ওয়ানডে ৬ মার্চ – চট্টগ্রাম

টি-টোয়েন্টি

প্রথম টি-টোয়েন্টি ৯ মার্চ – চট্টগ্রাম
দ্বিতীয় টি-টোয়েন্টি ১২ মার্চ – মিরপুর
তৃতীয় টি-টোয়েন্টি ১৪ মার্চ – মিরপুর

খুলনা গেজেট/ এসজেড




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!