খুলনা, বাংলাদেশ | ২২ পৌষ, ১৪৩১ | ৬ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নড়াইলে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত, আহত ২
  চিকিৎসার জন্য আগামীকাল লন্ডন যাবেন খালেদা জিয়া : ফখরুল; কাতার আমিরের পাঠানো ‌‌’বিশেষ এয়ার এম্ব্যুলেন্স’ বিমানে যাবেন তিনি

মার্চে টাইগারদের নিউজিল্যান্ড সফরের সূচি চূড়ান্ত

ক্রীড়া প্রতিবেদক

শ্রীলঙ্কা সফর স্থগিত হওয়ার পরদিনই সুখবর পেলো বাংলাদেশ ক্রিকেট। নিউ জিল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলার সূচি চূড়ান্ত হয়েছে টাইগারদের। আগামী মার্চে নিউ জিল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হবে সিরিজটি। নিউ জিল্যান্ড ক্রিকেট তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সেই সূচি প্রকাশ করেছে।

ক্রিকেট খেলুড়ে দেশের মধ্যে নিউ জিল্যান্ডে করোনা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। দেশটিতে তাই ক্রিকেট ফেরানোর পদক্ষেপ চলছে। তারই ধারাবাহিকতায় আসছে গ্রীষ্মের পূর্ণাঙ্গ ক্রিকেট সূচি আজ (মঙ্গলবার) প্রকাশ করেছে ক্রিকেট নিউ জিল্যান্ড (এনজেডসি)। বাংলাদেশের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও অস্ট্রেলিয়া এই গ্রীষ্মে যাবে নিউ জিল্যান্ড সফরে। বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে শেষ হবে কিউই গ্রীষ্মের আন্তর্জাতিক ব্যস্ততা।

বাংলাদেশের বিপক্ষে সীমিত ওভারের সিরিজের শুরু হবে ওয়ানডে দিয়ে। ১৩ মার্চ ডানেডিনে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। এরপর ক্রাইস্টচার্চে ১৭ মার্চ দ্বিতীয় ও ২০ মার্চ ওয়েলিংটনে তৃতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।

এর তিনদিন পর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ২৩ মার্চ নেপিয়ারে হবে প্রথম টি-টোয়েন্টি। অকল্যান্ডে ২৬ মার্চ হবে দ্বিতীয় টি-টোয়েন্টি। সফরের শেষ ম্যাচ ও শেষ টি-টোয়েন্টি হবে ২৮ মার্চ হ্যামিলটনে।

বাংলাদেশ দল এর আগে নিউ জিল্যান্ড সফরে গিয়েছিল ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের আগে। সবশেষ সফরে ক্রাইস্টচার্চের একটি মসজিদে সন্ত্রাসী হামলার পর সফর স্থগিত রেখেই ফিরেছিল বাংলাদেশ দল।

এদিকে নিউ জিল্যান্ডের গ্রীষ্মের সূচি শুরু হবে নভেম্বরের শেষ সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে। অকল্যান্ডে ২৭ নভেম্বর হবে দুই দলের প্রথম টি-টোয়েন্টি। ক্যারিবিয়ানদের বিপক্ষে ওই সিরিজে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবে স্বাগতিকরা।

এরপর ডিসেম্বর-জানুয়ারিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। ফেব্রুয়ারি-মার্চে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে কিউইদের প্রতিপক্ষ তাসমান সাগরের ওপারের দেশ অস্ট্রেলিয়া। সবশেষে বাংলাদেশের বিপক্ষে সিরিজ।

আন্তর্জাতিক সূচির পাশাপাশি ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সুপার স্ম্যাশের সূচিও চূড়ান্ত করেছে এনজেডসি। ২৪ ডিসেম্বর মাঠে গড়াবে এই টুর্নামেন্ট।

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!