মার্চ মাসে আন্তর্জাতিক ক্রিকেটের পারফরম্যান্সে আইসিসির সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন পাকিস্তানের তিন ফরম্যাটের অধিনায়ক বাবর আজম। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক হোম সিরিজে দারুণ পারফরম্যান্সের সুবাদে এই খেতাব জিতেছেন এই তারকা ব্যাটার।
২৪ বছর পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নেমে পাকিস্তান জিতেছে ওয়ানডে সিরিজ, হেরেছে টেস্ট সিরিজ ও একমাত্র টি-টোয়েন্টি। তবে সিরিজের ফলাফল ছাপিয়ে আলোচনার কেন্দ্রে চলে আসেন পাকিস্তানের অধিনায়ক, যিনি ব্যাট হাতে গোটা সিরিজে ছিলেন অতিমানবীয় পর্যায়ে।
মার্চে পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজে অবিশ্বাস্য ফর্মে ছিলেন বাবর। টেস্ট সিরিজে একটি শতক আর দুটি অর্ধশতকে করেন ৩৯০ রান। ওয়ানডে সিরিজে দুটি শতক ও একটি অর্ধশতকে করেন ২৭৬ রান। আর সবশেষে একমাত্র টি-টোয়েন্টি খেলেন ৬৬ রানের ঝলমলে এক ইনিংস। অবশ্য শেষ ওয়ানডে ও টি-টোয়েন্টি মাঠে গড়িয়েছে এপ্রিলে।
তবে অস্ট্রেলিয়া সিরিজের পারফরম্যান্সই বাবরকে এনে দিয়েছে মাসের সেরা খেলোয়াড়ের খেতাব। বাবর ছাড়াও এই দৌড়ে ছিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রেইগ ব্রাথওয়েট ও অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। তবে বাবরের সাথে পাল্লা দিয়ে জিততে পারেননি ব্রাথওয়েট ও কামিন্স।
প্রমীলা ক্রিকেটে মার্চের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রাচেল হায়েন্স। তিনি ছাড়াও ইংল্যান্ডের সোফি একসেলস্টোন ও দক্ষিণ আফ্রিকার লরা ওলভার্ডট পেয়েছিলেন মনোনয়ন।
খুলনা গেজেট/এএ