খুলনা, বাংলাদেশ | ১৭ পৌষ, ১৪৩১ | ১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  প্রতিবছর বই উৎসবের নামে আর্থিক অপচয়রোধে এখন থেকে অনলাইনে বই উৎসবের সিদ্ধান্ত, ৪১ কোটির মধ্যে ছয় কোটি বই স্কুলগুলোতে পাঠানো হয়েছে, বাকিগুলো ২০ জানুয়ারির মধ্যে দেওয়া হবে : এনসিটিবি চেয়ারম্যান
  জয়পুরহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জামায়াত নেতা নিহত

মারা গেলেন জনপ্রিয় অভিনেতা টম উইলকিনসন

বিনোদন ডেস্ক

দ্য ফুল মন্টি, শেক্সপিয়ার ইন লাভ এবং দ্য বেস্ট এক্সোটিক ম্যারিগোল্ড হোটেলের মতো চলচ্চিত্রের জন্য পরিচিত ব্রিটিশ অভিনেতা টম উইলকিনসন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, শনিবার (৩০ ডিসেম্বর) এই অভিনেতার পরিবারের পক্ষ থেকে তার এজেন্ট শেয়ার করে দেয়া এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তিনি তার স্ত্রী এবং পরিবারের সঙ্গে বাড়িতেই হঠাৎ মারা যান বলে ওই বিবৃতিতে জানানো হয়েছে।

উইলকিনসন ১৯৭৭ এর দ্য ফুল মন্টি-এর জন্য একটি বাফটা জিতেছিলেন। মাইকেল ক্লেটন এবং ইন দ্য বেডরুমের জন্য তিনি মোট ৬টি বাফটা মনোনয়নের পাশাপাশি দুটি অস্কার মনোনয়নও পেয়েছেন।

জর্জ ক্লুনি, যিনি ২০০৭ সালের আইনি থ্রিলার মাইকেল ক্লেটনে উইলকিনসনের সঙ্গে অভিনয় করেছিলেন, তিনি এই অভিনেতাকে ‘সুরুচিপূর্ণতার প্রতীক’ হিসেবে প্রশংসা করেছেন। শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি ভ্যারাইটি ম্যাগাজিনকে বলেন, ‘টম প্রতিটি প্রজেক্টকে আরও ভালো করেছে। প্রত্যেক অভিনেতাকে আরও ভালো করেছে। তিনি কমনীয়তার প্রতীক ছিলেন। আমরা সবাই তাকে খুব মিস করব।

মোট ১৩০ টিরও বেশি সিনেমা এবং টিভি ক্রেডিটসহ, উইলকিনসন ১৯৯৫ সালের সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি এবং ২০১৩ সালের বেলের মতো পিরিয়ড ড্রামাগুলোতে ততটাই স্বাচ্ছন্দ্য বোধ করেন, যেমন তিনি ১৯৯৮ সালে জ্যাকি চ্যানের বিপরীতে রাশ আওয়ার, বা গাই রিচির রকনরোল্লার মতো সিনেমাগুলিতে অপরাধী মাস্টারমাইন্ডের ভূমিকায় অভিনয় করেছিলেন।

এই অভিনেতা ২০০৮ সালে মিনি-সিরিজ জন অ্যাডামস-এ মার্কিন রাজনৈতিক ব্যক্তিত্ব বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের চরিত্রে অভিনয় করার জন্য একটি এমি এবং দ্য কেনেডিসে জন এফ কেনেডির বাবা জো হিসেবে একটি এমি মনোনয়ন পান। তিনি ২০১৪ সালের সেলমা-এ প্রেসিডেন্ট লিন্ডন বি জনসনের ভূমিকায় অভিনয় করেছিলেন এবং দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল এবং গার্ল উইথ আ পার্ল ইয়ারিং-এ উপস্থিত হয়েছিলেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!