খুলনা, বাংলাদেশ | ১৩ পৌষ, ১৪৩১ | ২৮ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারে বাসের ধাক্কা, নিহত ৫, আহত ১০
  মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ চলছে, ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

মামলা-হামলা করে বিপুলকে দাবিয়ে রাখা যাবে না : যশোর ছাত্রলীগ

যশোর প্রতিনিধি

হামলা-মামলা করে আনোয়ার হোসেন বিপুল কে দাবিয়ে রাখা যাবে না। তিনি রাজপথে ছিলেন. আছেন ও আগামীতেও থাকবেন। যশোর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলের বিরুদ্ধে মামলা ও ফেসবুকে অপ্রপচারের প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধনে ছাত্রলীগের নেতৃবৃন্দ এ কথা বলেন।

মঙ্গলবার সকাল ১১ টায় প্রেসক্লাব যশোরের সামনে সদর উপজেলা ও শহর ছাত্রলীগের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় নেতৃবৃন্দ বলেন, আনোয়ার হোসেন বিপুল একজন নির্বাচিত জনপ্রতিনিধি। জনগনের কল্যানে নিবেদিত প্রাণ। কিন্তু জেলা আওয়ামী লীগের একজন প্রথম সারির নেতা যিনি নিজে সংসদ সদস্য আর তার ইন্দনেই বিপুলের উপর ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। বিপুলের সুনাম নষ্ট করতে মামলা ও ফেসবুকে নানা অপপ্রচার চালিয়ে তার ভাবমুর্তি নষ্ট করতে উঠে পড়ে লেগেছে তারা। বিপুলের কর্মীদের মোবাইলে হুমকি দেয়া হচ্ছে। বিপুলকে হত্যার পরিকল্পনা পর্যন্ত করা হচ্ছে যা মোটেও সমীচিন নয়। তারা আরো বলেন, যত বাধা আসুক যশোরের মাটিতে কারো সন্ত্রাসী রাজত্ব কায়েম করতে দেয়া হবে না। বিপুলের নেতৃত্বে সন্ত্রাসীদের আস্তানা গুড়িয়ে দেয়া হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন যশোর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি খন্দকার মারুফ হোসেন ইকবাল, জাবের হোসেন জাহিদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ কে রহমান, মাহবুল আলম বিদ্যুৎ, উপ সাংস্কৃতিক সম্পাদক এস এম ওমর ফারুক রয়েল প্রমুখ।

শহর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রেজওয়ান হোসেন মিঠুনের সভাপতিত্বে মানববন্ধন পরিচালনা করেন সদর উপজেলা ছাত্রলীগের সদস্য রুহুল কুদ্দুস। মানববন্ধনে শহর ছাত্রলীগের সদস্য তৌফিকুর রহমান, শামিম আহম্মেদ, সবুজ হোসেন, মোহাম্মদ ইমরান, এসএম রিয়েল, তসিকুর রহমান রাসেল, আব্দুল্লাহ আল মামুনসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ অংশ নেন।

 

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!