খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, “আজ বিশ্বে করোনা মহামারী আকার ধারণ করেছে। বাংলাদেশও তার আওতায়। আর খুলনাসহ বিভাগের ১০ জেলার প্রায় অধিকাংশ জেলাই ভারতের সীমান্ত ঘেষা। সীমান্ত ঘেষার কারণেই ভারত থেকে আসা মানুষের শরীরে বয়ে আনা জীবাণু আজ খুলনাসহ দেশে ছড়িয়ে পড়ছে। এই পালিয়ে আসা মানুষদেরকে স্থানীয় প্রশাসনের মাধ্যমে কোয়ারেন্টাইনে রাখার পরে বাড়িতে ফেরত পাঠাতে হবে। তাহলেই পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে।
এছাড়া নগরীতে মানুষের চলাচল নিয়ন্ত্রিত করতে হবে। কেউ অহেতুক রাস্তায়, মোড়ে আড্ডা দিতে পারবে না। কোন মানুষ মাস্ক ছাড়া জরুরি কাজেও বের হতে পারবে না।”
তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, জনগণের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে ঝুঁকি নিয়ে মানুষের সেবা করতে হবে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় দলীয় কার্যালয়ে খুলনা মহানগর আওয়ামী লীগের জরুরি বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময়ে বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। সভা পরিচালনা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ।
এ সময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বেগ লিয়াকত আলী, মল্লিক আবিদ হোসেন কবীর, শেখ শহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, শেখ ফারুক হোসেন, বীর মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবির, শেখ মো. আনোয়ার হোসেন, কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, প্যানেল মেয়র আমিনুল ইসলাম মুন্না, কাউন্সিলর শামছুজ্জামান মিয়া স্বপন, বীরমুক্তযোদ্ধা মাকসুদ আলম খাজা, শেখ ফারুক হাসান হিটলু, শেখ নুর মোহাম্মদ, মোজাম্মেল হক হাওলাদার, শেখ সৈয়দ আলী, এ কে এম সানাউল্লাহ নান্নু, শেখ আবিদ হোসেন, মনিরুল ইসলাম বাশার, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, তসলিম আহমেদ আশা, শহীদুল ইসলাম বন্দ, এস এম আনিছুর রহমান, অধ্যা. রুনু ইকবাল, বীরমুক্তিযোদ্ধা মুন্সি আব্দুল ওয়াদুদ, মনিরুজ্জামান সাগর, এস এম আকিল উদ্দিন, কাউন্সিলর এস এম মোজাফফর রশিদী রেজা, এ কে এম শাহজাহান কচি, মো. মোতালেব মিয়া, রনজিত কুমার ঘোষ, মো. সফিকুর রহমান পলাশসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় ৪ জুন থেকে আগামী ৭ দিন নগরীর সদর, সোনাডাঙ্গা, খালিশপুর ও দৌলতপুর থানার ৫ টি ওয়ার্ডের কাঁচা বাজার ও ওষুধের দোকান বাদে সকল ব্যবসা প্রতিষ্ঠান, শপিংমল বন্ধ রাখার জন্য কঠোর বিধি নিষেধ আরোপ করা হয়েছে। এ বিধি নিষেধ বাস্তবায়নের জন্য দলের নেতাকর্মী ও নির্বাচিত কাউন্সিলরদের প্রতি আহবান জানান। সূত্র : প্রেস রিলিজ।
খুলনা গেজেট/এমএইচবি