বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকে নিয়ে ব্যারিস্টার সুমনের সব মানহানিকর বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে একাত্তর টিভিতে কাজী সালাউদ্দিনকে নিয়ে প্রচারিত মানহানিকর প্রতিবেদন সরানোর নির্দেশনাও চাওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ জুন) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় কাজী সালাউদ্দিনের পক্ষে অ্যাডভোকেট সাইফুল্লাহ মামুন এ রিট দায়ের করেন।
স্বরাষ্ট্র সচিব, তথ্য ও সম্প্রচার সচিব, বিটিআরসি চেয়ারম্যান, একাত্তর টিভি কর্তৃপক্ষ, একাত্তর টিভির প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু, একাত্তর টিভির বার্তা সম্পাদক, সংশ্লিষ্ট রিপোর্টার ও ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে রিটে বিবাদী করা হয়েছে।
রিটে বাংলাদেশের আইন অনুসারে বিবাদীদের কাজী সালাউদ্দিন সম্পর্কে কোনো মিথ্যা ও মানহানিকর বিবৃতি তৈরি করা বা সম্প্রচার করা থেকে বিরত রাখার জন্য প্রতিরোধমূলক কেন ব্যবস্থা গ্রহণ করা করা হবে না, এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে। এছাড়া বিবাদীদের সংবিধানের ৩১ এবং ৩৯ অনুচ্ছেদের অধীনে রিটকারীর সুনাম ও গোপনীয়তার মৌলিক অধিকার সুরক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে।
খুলনা গেজেট/এনএম