খুলনা, বাংলাদেশ | ২৮ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত
  দেশে একজনের শরীরে এইচএমপিভি ভাইরাস শনাক্ত : আইইডিসিআর
  ফরিদপুরের নগরকান্দায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সাতক্ষীরায় মানব পাচারকারী দু’সদস্য গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

সাতক্ষীরা থেকে মানব পাচারকারী দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার ও ভিকটিমকে উদ্ধার করেছে র‌্যাব-৬।আসামীদ্বয়ের বিরুদ্ধে সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা দায়ের করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, আজ সোমবার (২৮ ডিসেম্বর) দুপুরে র‌্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরার একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন কতিপয় মানব পাচারকারী কৌশলে একজন পুরুষকে পার্শ্ববর্তী দেশে পাঁচারের উদ্দেশ্যে বাংলাদেশ-ভারতের সীমান্তবর্তী সাতক্ষীরা জেলার কলারোয়া থানাধীন কেড়াগাছী ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের বোয়ালিয়া গ্রামের ফকির পাড়া মোড়ে মের্সাস জারিফ ট্রেডার্সের সামনে পাকা রাস্তার উপর অবস্থান করছে। পরে গোয়েন্দা তথ্যের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি ওই স্থানে অভিযান চালিয়ে মানব পাচারকারীর সক্রিয় সদস্য সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদিয়ালী গ্রামের মোঃ দবির উদ্দিন মোল্লার পুত্র মোঃ মাকসুদুজ্জামান (২৮) ও একই উপজেলার রাজপুর গ্রামের মৃত মোতালেব ফকিরের পুত্র মোঃ মফিজুল ফকির (৩০) কে গ্রেপ্তার করে। এ সময় ২টি মোবাইল,৩টি সীমকার্ডসহ নগদ ১ হাজার ৯১৫ টাকা জব্দ করে। ভিকটিম গাজিপুর সদর থানার উত্তর বিলাসপুর এলাকার মৃত মুকুন্দ লাল দাসের ছেলে আশিষ কুমার দাস (৪৫)  কে উদ্ধার করে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!