খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি
  সংস্কার-নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে : ফখরুল

মানববর্জ্য থেকে কম্পোস্ট সার তৈরি করবে কলারোয়া পৌরসভা

কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি 

সাতক্ষীরায় এই প্রথমবারের মতো মানববর্জ্য  প্রক্রিয়াকরণের মাধ্যমে কম্পোস্ট সার তৈরি করবে কলারোয়া পৌরসভা কর্তৃপক্ষ। পরিবেশবান্ধব এ জৈব সার উৎপাদন, কৃষি ক্ষেত্রে সাফল্য বয়ে আনবে আশা করছে সংশ্লিষ্টরা।

কলারোয়ায় জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি বাড়ছে পয়বর্জ্যও। কিন্তু এই পয়বর্জ্য থেকে উন্নতমানের সার উৎপাদন করে একে সম্পদে রূপান্তর করে কৃষিক্ষেত্রে সাফল্য দেখাতে চায় পৌরসভা কর্তৃপক্ষ।  মানুষের বর্জ্য ও গৃহস্থলি বর্জ্য থেকে সরাসরি তৈরি হবে সয়েল কন্ডিশনার নামে উন্নতমানের জৈব সারযুক্ত মাটি। পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লার বাড়ি থেকে কন্টেনারে সংগ্রহ করা হবে ময়লা-আবর্জনা। আর ভ্যাকুট্যাগ মেশিনে সংগ্রহ করা হবে ল্যাট্রিনের মানববর্জ্য। পরিচ্ছন্নতা কর্মীরা এসব বর্জ্য সংগ্রহ করবেন। এতে করে কলারোয়া পৌরসভার আয় বাড়বে ও মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। মানববর্জ্য থেকে সৃষ্ট এই সার ব্যবহারে এলাকার কৃষি ক্ষেত্রেও ব্যাপক সফলতা বয়ে আনবে।

কলারোয়া উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবুল হোসেন মিয়া বলেন, এই কো-কম্পোজ জৈব সার কলারোয়া পৌরসভা কর্তৃপক্ষ আমাদের দিলে আমার উপজেলার সকল সবজি-পুষ্টি বাগানে ব্যবহার করবো। এটি একটি খুব ভাল কো-কম্পোজ জৈব সার।

কলারোয়া পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল বলেন, মানববর্জ্যকে এখন আর আমরা সমস্যা মনে করছি না। বরং এটি এখন ফেলনা নয় বরং আমাদের  এলাকার জন্য একটি সম্পদও । কারণ এর সঠিক ব্যবহারে কৃষিতে কৃষক যেমন উপকার পাবে ঠিক তেমনি আমরা কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি করতে পারবো। মানব ও গৃহস্থালী এসব বর্জ্যকে পণ্যে পরিবর্তন করাসহ শহরকে পরিচ্ছন্ন রাখার কাজ আমরা করে যাচ্ছি। মানববর্জ্য ও গৃহস্থালী বর্জ্যকে ভ্যাকুট্যাগ ও ভ্যানে সংগ্রহ করে এই শোধনাগারে নিয়ে যাওয়া হবে।

তিনি আরো বলেন, অপরিকল্পিত ড্রেনেজ ও স্যানিটেশন ব্যবস্থা, যত্রতত্র গৃহস্থালী বর্জ্য জমে থাকায় তখন সমন্বিত স্যানিট্রেশন ব্যবস্থা ও পরিচ্ছন্ন শহর গড়ে তোলার পরিকল্পনা নিয়ে কলারোয়া পৌরসভা মানববর্জ্য ও গৃহস্থালী বর্জ্য পরিশোধনাগারে নিয়ে যাওয়ার কাজ শুরু করতে যাচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাস বলেন, বর্জ্য ব্যবস্থাপনার কো-কম্পোস্টিং পদ্ধতি অনেক ভালো একটা পদ্ধতি। দুষিত পরিবেশের এই যুগে পরিবেশ, বায়ু দূষন রোধে-এই ব্যবস্থাপনা যুগান্তকারী ভূমিকা রাখবে।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!