রিয়াল মাদ্রিদে গত মৌসুমে ভালো গেলেও চলতি মৌসুম খারাপ গেছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো গোয়েসের। গোল করতে না পারায় ভক্তরা অখুশি তার ওপর। রদ্রিগোও খুশি নন রিয়ালে। কার্লো আনচেলত্তির অধীনে পছন্দের পজিশনে খেলার সুযোগ পাননি তিনি। ফ্যাবফোরে যোগ্য সম্মান পাননি। রিয়ালে তারকাখ্যাতিও জোটেনি।
গত জানুয়ারির পর লা লিগায় গোল পাননি রদ্রিগো। কোচ আনচেলত্তি তাকে একাদশে নিয়মিত রাখার জায়গায় বদলি নামানো শুরু করেছেন। গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমার্ধ শেষেই তাকে তুলে নিতে দেখা গেছে। গত মৌসুমে দারুণ খেললেও ব্যালন ডি’অর র্যাঙ্কিংয়ে ২০তম অবস্থানে ছিলেন তিনি।
রদ্রিগো মনে করেন, রিয়ালের পক্ষ থেকে ঠিক মতো কাভারেজ না পাওয়ায় তারকাখ্যাতি থেকে দূরে সরে গেছেন তিনি। সংবাদ মাধ্যম মার্কার মতে, এসব কারণে লস ব্লাঙ্কোস শিবিরে ছাড়তে চান এই ব্রাজিলিয়ান নাম্বার টেন। তবে জাবি আলোনসো রিয়ালের কোচ হয়ে আসা পর্যন্ত নাকি অপেক্ষাও করতে চান। আলোনসোর পরিকল্পনা জানতে চান তিনি।
ওদিকে দি সান দাবি করেছে, প্রত্যাশা মতো দাম পেলে এবং রদ্রিগো চাইলে তাকে বিক্রি করতে আপত্তি নেই রিয়াল মাদ্রিদের। রদ্রিগোর জন্য ১০০ মিলিয়ন ইউরো দাম পাওয়ার প্রত্যাশা লস ব্লাঙ্কোসদের। ওই দাম পেলেই তাকে বিক্রি করে দেবে চলতি মৌসুমে সুপার কাপ, কোপা দেল রে ও চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়া রিয়াল মাদ্রিদ।
গত মৌসুমে ইউরোপের ক্লাবগুলোর কাছে হটকেক ছিলেন রদ্রিগো। ম্যানসিটি তাকে শত মিলিয়নে কিনতে এক পায়ে প্রস্তুত ছিল। এবার সিটিজেনদের তেমন আওয়াজ না থাকলেও চেলসি, আর্সেনাল ও ম্যানইউ রদ্রিগোয় আগ্রহী বলে জানা সংবাদ মাধ্যম দি সান দাবি করেছে। এছাড়া লিভারপুল তার দিকে নজর রাখছে। তবে আর্সেনাল ও ম্যানইউ-এর আগ্রহ বেশি।
খুলনা গেজেট/এএজে