গোপালগঞ্জের মুকসুদপুরে এক মাদ্রাসাছাত্রের গলা কাটা দেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার মহারাজপুর ইউনিয়নের মধ্য বনগ্রামের লিয়াকত খন্দকারের কলার বাগান থেকে বুধবার ভোরে ওই মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।
১৫ বছর বয়সী তামিম মোল্যা মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মধ্য বনগ্রামের ইকরাম মোল্যার ছেলে। সে লোহাইড় দারুল উলুম ফাজিল মাদ্রাসার নবম শ্রেণিতে পড়ত।
মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার আমিনুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে বাড়ি থেকে বের হয় তামিম। এরপর আর বাড়ি না ফেরায় তাকে বিভিন্ন স্থানে খোঁজ করা হয়। বুধবার ভোরে বাড়ির পাশের একটি কলা বাগানের মধ্যে তামিমের গলা কাটা দেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কী কারণে বা কারা ওই মাদ্রাসাছাত্রকে হত্যা করেছে তার কারণ জানা যায়নি। তবে প্রকৃত ঘটনা উদ্ধারের জন্য তদন্ত চলছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
খুলনা গেজেট/এমএনএস