মাদারীপুরের রাজৈর উপজেলার আলমদস্তার এলাকায় বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বাসের সহকারী। তাকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে উপজেলা পৌর ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন নওগাঁ জেলা পোরশা থানার পিকআপ চালক ছাদ্দাম (২৩) ও তার সহকারী খাইরুল (৪৬)। এ ঘটনায় আহত ব্যক্তি হলেন বাসের সহকারী মাহাতাব (২৫)।
রাজৈরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, একটি আমভর্তি পিকআপ মাদারীপুরের দিকে যাচ্ছিল এবং সোনার বাংলা নামে একটি যাত্রীবাহী বাস খুলনার দিকে যাচ্ছিল। এ সময় রাজৈর পৌর ভবনের সামনে দুটির সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে পিকআপচালক ও সহকারী নিহত হন। তবে এ ঘটনার পর সোনার বাংলা নামে বাসটি পালিয়ে যায়। পরে হাইওয়ে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।
ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
খুলনা গেজেট/ এস আই