খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  অ্যান্টিগা টেস্ট: তৃতীয় দিন শেষে বাংলাদেশ ২৬৯/৯, পিছিয়ে ১৮১ রানে

মাদক সম্পৃক্ততার অভিযোগ উঠলেই সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থার হুশিয়ারি ছাত্রলীগের

নিজস্ব প্রতিবেদক

বর্তমান সরকারের বিশেষ অগ্রধিকারমূলক সিদ্ধান্ত সারাদশে থেকে মাদক সন্ত্রাস নিমূল করা। তারই লক্ষ্যে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছে। সরকার ও প্রশাসনের এই চলমান মাদক বিরোধী অভিযানে খুলনা মহানগর ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি। খুলনা মহানগর ছাত্রলীগ একটি মাদকমুক্ত ছাত্র সমাজ চায়, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান সর্বদা জিরোটলারেন্স। শনিবার (২৫ জুলাই) বিশেষ আহবানে খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহজালাল হোসেন সুজন ও সাধারণ সম্পাদক এসএম আসাদুজ্জামান রাসেল কঠোর হুশিয়ারী উচ্চারণ করে বলেছেন, মাদক সন্ত্রাসের বিষয়ে কারোর নামে কোন অভিযোগ আসা মাত্রই তার বিরুদ্ধে সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহন করা হবে। কাউকে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না।

বিবৃতিতে আরও বলা হয়েছে, খুলনা মহানগর ছাত্রলীগের প্রত্যেক নেতাকর্মীর মোটরবাইক চালনার ক্ষেত্রে দু’জনের অধিক যাত্রী না হওয়া, ড্রাইভিং লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র সাথে রাখা, সিগনাল মান্য করা, হর্ণ বাজিয়ে শোডাউন না করা এবং বাধ্যতামূলক ভাবে হেলমেড ব্যবহার করার জন্য বিশেষ নির্দেশ দেয়া হয়েছে। এর ব্যতিক্রম হলে এবং পুলিশ সার্জেন্ট কোন মোটরবাইক আটক করলে ছাত্রলীগের পরিচয় ব্যবহার না করার জন্য অনুরোধ করা হয়েছে। অতঃপর কোন নেতাকর্মী আটককৃত মোটরবাইক ছাড়ানোর জন্য নেতৃবৃন্দের নিকট ফোন বা তদবির না করতে আহ্বান জানানো হয়েছে।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!