খুলনা, বাংলাদেশ | ১ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  প্রীতি ম্যাচ : মালদ্বীপকে ২-১ গোলে হারাল বাংলাদেশ, সিরিজ শেষ হলো ১-১ সামতায়
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯৪
  আগামীর বাংলাদেশ হবে ন্যায়বিচার, মানবাধিকার, বাক স্বাধীনতার : ড. ইউনূস
  জুলাই-আগস্টে নিহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশে সময় লাগবে : উপদেষ্টা আসিফ

মাদক মামলায় বাস সুপারভাইজারের মৃত্যুদন্ড

গেজেট ডেস্ক

গাইবান্ধায় মাদক মামলায় পারভেজ মিয়া নামে এক বাস সুপারভাইজারকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ মামলায় তিনজনকে খালাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ আদেশ দেন। এ সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পারভেজের বাড়ি বগুড়া সদর উপজেলার ধর্মপুর দিলদার পাড়া গ্রামে। মামলায় খালাসপ্রাপ্তরা হলেন- আফাজ উদ্দিন, দুদু মিয়া, সাইদুল ইসলাম।

মামলার এজাহারে বলা হয়, ২০১৮ সালে পারভেজ গোবিন্দগঞ্জের বাগদা বাজার এলাকায় ৪৫০ গ্রাম হেরোইনসহ র‌্যাবের হাতে আটক হয়। সম্যরাজা পরিবহন নামে একটি লোকাল বাসে হেরোইন পাঁচারের তথ্য পেয়ে অভিযান পরিচালনা করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩। এ দিন র‌্যাবের পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। পরে তাকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করে র‌্যাব। পরবর্তীতে আদালতে এ মামলার চার্জশিট দেয় পুলিশ।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফারুক আহম্মেদ প্রিন্স জানান, দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক ফাঁসির আদেশ দিয়েছেন। একইসঙ্গে এক লাখ টাকা জরিমানা করেন।

তিনি আরও বলেন, মাদক মামলায় দেশের দ্বিতীয় ফাঁসির রায় এটি। চলতি বছরের ৩ মার্চ গাইবান্ধার আদালতে রবি দাস নামে এক যুবককে প্রথম মাদক মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়। তাকেও এক লাখ টাকা জরিমানা করা হয়।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!