যশোরের পল্লীতে গাঁজা বিক্রিতে বাধা দেয়ায় দু’জনের হাতের কব্জি কেটে দিয়েছে মাদক সিন্ডিকেটের সন্ত্রাসীরা। সোমবার রাত সাড়ে ১০টায় সদর উপজেলার আবাদ কচুয়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। গ্রামবাসীর সহায়তায় পুলিশ হামলাকারীকে আটক করেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গ্রামবাসী জানিয়েছে, ওইদিন রাতে আবাদ কচুয়া গ্রামের জাকিরের মুদিখানা দোকানের সামনে প্রকাশ্যে গাঁজা বিক্রি করছিল আলমগীর নামে এক মাদক ব্যবসায়ী। এটা দেখে প্রতিবাদ করেন এলাকার সুলতানের ছেলে আজিজুর রহমান ও আলামিন নামে অপর এক যুবক। এতে ক্ষিপ্ত হয়ে আলমগীর ও তার সহযোগীরা হাসুয়া নিয়ে দু’জনের ওপর হামলা চালায়। এসময় আলমগীর ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আজিজুর ও আলামিনের এক হাতের কব্জি কেটে দেয়। তাদের চিৎকারে এলাকাবাসী এসে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। তাদের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
এ ঘটনায় স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে মাদক বিক্রেতা ও হামলাকারী আলমগীরকে ধাওয়া করে। এক পর্যায়ে সে পালিয়ে একটি ঘরের মধ্যে আশ্রয় নেয়। এলাকাবাসী বাড়িকে তাকে ঘিরে রেখে থানা পুলিশে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আলমগীরকে আটক করে।
এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, মাদক বিক্রেতা সন্ত্রাসী আলমগীর হোসেনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।