যশোরে জাহিদ হাসান ললি (২০) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি শহরের বেজপাড়া নলডাঙ্গা রোডের শাহা মোহম্মদের ছেলে। মৃতের পরিবারের অভিযোগ নিহতের স্ত্রী নুসরাত জাহান মাদক সেবনের টাকা না পেয়ে স্বামীকে খুন করেছেন। তবে, স্ত্রীর দাবি তার স্বামী সাংসারিক বিরোধের জের ধরে আত্মহত্যা করেছেন।
মৃতের ভাই অহেদুজ্জামান বলেন, তার ভাইয়ের সাথে ভাবির প্রায়ই ঝগড়া লাগতো। ছোটখাটো বিষয়ে তারা বিবাদে জড়িয়ে পড়তেন। এছাড়া ভাবি নুসরাত জাহান মাদকাসক্ত ছিলেন। রোববার রাতে ভাবি মাদক সেবনের জন্যে তার ভাইয়ের কাছে ১শ’ টাকা চান। তার ভাই ললি এ টাকা দিতে অস্বীকার করলে স্বামী ও স্ত্রীর মধ্যে ফের বিরোধ হয়। রাত ১১টার দিকে নুসরাত এলাকায় প্রচার করে তার স্বামী ললি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
মৃতের ভাই অহেদুজ্জামানের অভিযোগ, তার ভাই আত্মহত্যা করেননি। মাদক সেবনের টাকা না পেয়ে ভাবি নুসরাত মাদক সেবনকারী সঙ্গীদের সাথে নিয়ে তার ভাইকে শ্বাসরোধে হত্যা করেছে।
নিহতের স্ত্রী নুসরাত জাহান বলেন, ললি তার ভাই অহেদুজ্জামানের কাছে ২০ টাকা চান। ভাই টাকা দিতে অস্বীকার করলে তাদের দু’ভাইয়ের মধ্যে বিরোধ হয়। এতে, মন খারাপ করেন ললি। রাতে তিনি বাড়ির বাইরে হাটাহাটি করতে যান। ঘরে ফিরে এসে দেখেন তার স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, জাহিদ হাসান ললির মৃত্যু রহস্যজনক। পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বলা যাবে, এটি হত্য না আত্মহত্যা।
খুলনা গেজেট/ এস আই