ঘূর্ণিঝড় দানার প্রভাবে পাইকগাছায় মাটির ঘর ধ্বসে চাপা পড়ে দিন মজুর সহিল উদ্দীন ও তার পরিবার। তবে অল্পের জন্য প্রাণে বাঁচলেও বৃষ্টির মধ্যে একমাত্র মাথা গোজার ঠাঁই হারিয়ে রীতিমত দিশেহারা হয়ে পড়েছেন অসহায় পরিবারটি।
খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের চরমলই গ্রামের বাসিন্দা দিনমজুর সহিল উদ্দীন। তার পিতা একই এলাকার গ্রাম পুলিশ (চৌকিদার) ইছার উদ্দীন। সহিল উদ্দীন একজন দিনমজুর। প্রতিদিন শ্রম বিক্রির টাকায় চলে সংসার। একদিন কাজ না হলে পেটে আহার জোটেনা। স্ত্রী-সন্তানসহ পরিবারের একমাত্র উপার্জনক্ষম তিনি। একেতো সংসারে নুন আনতে পান্তা ফুরায় অবস্থা, তার উপর ঘুর্নিঝড়ের প্রভাবে সৃষ্ট বৃষ্টিতে বৃহস্পতিবার রাতে কেড়ে নিল মাথা গোঁজার একমাত্র ঠাঁই। আশ্রয়স্থল হারিয়ে তাই দিশেহারা হয়ে পড়েছেন তিনি। বর্তমানে খোলা আকাশের নীচে পরিবার-পরিজন নিয়ে মানবেতর রাত কাটছে তার।
এ ব্যাপারে সহিল উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, একমাত্র থাকার ঘরটি ধ্বসে পড়ায় স্ত্রী-সন্তানদের নিয়ে রাস্তায় বসবাসের উপক্রম হয়েছে। অর্থাভাবে নতুন করে ঘর বাঁধা নিয়ে মহা দুশ্চিন্তায় রয়েছেন সহির উদ্দীন ও তার পরিবার। আল্লাহই একমাত্র ভরসা। এসময় তিনি সকলের সহযোগীতা কামনা করেছেন।
স্থানীয় গদাইপুর ইউপির প্যানেল চেয়ারম্যান শেখ খোরশেদুজ্জামান বলেন, বিষয়টি তিনি শুনেছেন। সরকারি বরাদ্দ সাপেক্ষে সহযোগীতার আশ্বাস দেন তিনি।
খুলনা গেজেট/এএজে