খুলনা, বাংলাদেশ | ২ মাঘ, ১৪৩১ | ১৬ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩ বাতিল
  সর্বদলীয় বৈঠকে বিএনপি-জামায়াতের প্রতিনিধি দল
  শুধু ওয়াদা নয়, ন্যায্য স্বাধীনতা প্রতিষ্ঠায় জামায়াতের রাজনীতি : ডা. শফিকুর
  ১৭ বছর পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফু্জ্জামান বাবর
  দেশে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) আক্রান্ত নারীর মৃত্যু

মাত্র ৪ রান করে আউট মুনিম শাহরিয়ার

ক্রীড়া ডেস্ক

৮ বলে ৪ রান করে আউট মুনিম শাহরিয়ার। লক্ষ্য ২০৬। শুরুটা হওয়া দরকার ছিলো ঝড়ো। হয়েছে উলটোটা। দ্বিতীয় ওভারে মুনিম ফিরলেন পয়েন্টে ক্যাচ দিয়ে। ৮ বলে ৪ রান করেন তিনি। ক্রিজে লিটনের সঙ্গী এনামুল হক বিজয়।

জিম্বাবুয়ে: ২০৫/৩ (২০ ওভার)।

বাংলাদেশ: ২৪/১ (৪ ওভার)

বাংলাদেশের বিপক্ষে প্রথমবার ২০০ পার করে জিম্বাবুয়ের

২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০৫ রান করে জিম্বাবুয়ে। প্রথমবার তারা বাংলাদেশের বিপক্ষে ২০০ পার করে। এর আগে সর্বোচ্চ ছিল ৫ উইকেটে ১৯৩ রান।

টস জিতে ব্যাটিং করতে নেমে শুরুতে উইকেট হারালেও দমে যায়নি জিম্বাবুয়ে। পাওয়ার প্লে থেকে ১ উইকেটে ৪৩ রান তুলে। এরপর ধীরে ধীরে খোলস ছেড়ে বের হতে থাকেন জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। নাসুমকে এক ওভারে ১৮ রান নিয়ে শুরু করেন উইলিয়ামস আর শেষ হয়েছে সিকান্দার রাজার ঝড়ে। মাঝে এক পাশ সামলে রেখে রান তুলেছেন ওয়েজলি। ম্যাচের পার্থক্য গড়ে চতুর্থ উইকেটে রাজা-ওয়েজলি জুটি। তারা মাত্র ৪৩ বলে ৯১ রান যোগ করে। ৬৭ রানে ওয়েজলি রিটায়ার্ড হার্ট হয়ে ফিরলে ভাঙে জুটি। শেষ চার ওভারে তারা যোগ করে ৬৫ রান। আর শেষ ২ ওভারে যোগ করেন ৩৮ রান! রাজা ২৬ বলে ৬৫ রান করে অপরাজিত ছিলেন। এ ছাড়া উইলিয়ামস করেন ৩৩ রান। বাংলাদেশের তিন পেসার ছিলেন খরুচে। সর্বোচ্চ ৫০ রান দেন মোস্তাফিজ। এ ছাড়া শরিফুল ৪৫ ও তাসকিন দেন ৪২ রান। তিনজনে ১২ ওভারে দেন ১৩৭ রান! মোস্তাফিজ সর্বোচ্চ ২ উইকেট নেন। ১ উইকেট নেন মোসাদ্দেক।

মাত্র ২৩ বলে ফিফটি করেন দারুণ ফর্মে থাকা সিকান্দার রাজা। এটি তার ক্যারিয়ারের চতুর্থ ফিফটি। চার হাঁকিয়েছেন ৫টি আর ছয় ৩টি। ওয়েজলির সঙ্গে জুটি গড়ে মাত্র ৪৩ বলে যোগ করেন ৯৩ রান। রাজার ফিফটির পর ৬৭ রানে রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে ফেরেন ওয়েজলি।

মোস্তাফিজের করা ১৩তম ওভারের শেষ বলে অল্পের জন্য বেঁচে যান সিকান্দার রাজ। শর্ট বলে ফাইন লেগে ফ্লিক করেন, দৌড়ে গিয়েও তাসকিন ক্যাচ ধরতে পারেননি। চার হয়ে যায় উলটো। ৩ রানে জীবন পাওয়া রাজা এরপর যেন আরও ক্ষিপ্ত হন। এই মুহূর্তে ১২ বলে ২৫ রান করে ক্রিজে আছেন। সঙ্গে থাকা ওয়েজলি ৩৭ বলে তুলে নিয়েছেন ক্যারিয়ারের সপ্তম ফিফটি। দুজনের জুটি মাত্র ২৭ বলে ফিফটি পূর্ণ করে। ওয়েজলি ফিফটির পরেই দ্রুত রান তোলায় নজর দেন। দুজনের ঝড়ো ব্যাটিংয়ে এলোমেলো দেখাচ্ছে বাংলাদেশের বোলিং। মোস্তাফিজ কিংবা শরিফুল কাউকেই ছাড় দিচ্ছেন না তারা। এগোচ্ছে বড় স্কোরের দিকে।

ঝড়ের আভাস দিয়ে মোস্তাফিজের বলে বোল্ড হয়ে ফিরলেন উইলিয়ামস। ৪ চার ও ১ ছয়ে ১৯ বলে ৩৩ রান করেন এই বাঁহাতি ব্যাটসম্যান। আউট হওয়ার আগের ওভারেই নিয়েছিলেন ১৮ রান। বেশিদূর এগোতে দেননি মোস্তাফিজ। মোস্তাফিজের ব্যাক অব হ্যান্ডের ডেলিভারি অফে খেলতে চেয়েছিলেন উইলিয়ামস, কিন্তু বল ব্যাট ফাঁকি দিয়ে আঘাত করে উইকেটে। উইলিয়ামসের আউটের পরের বলে সিকান্দার রাজা ২ রান নিয়ে দলীয় শতরান পূর্ণ করে। ১২.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে এই রান করে স্বাগতিকরা।

এক ছয় দুই চারে নাসুম আহমেদের করা ১২তম ওভারে উইলিয়ামস নেন ১৮ রান। একই ওভারে তৃতীয় উইকেটের জুটিতে ৩৩ বলে ফিফটি করে জিম্বাবুয়ে।

পাওয়ার প্লের পর প্রথম বলেই ক্রেইগ আরভিনকে সাজঘরে পাঠালেন মোসাদ্দেক হোসেন। মোসাদ্দেকের কুইকার ডেলিভারিতে ব্যাকফুটে গিয়ে অন সাইডে খেলতে চেয়েছিলেন আরভিন। কিন্তু বল ব্যাট মিস করে ভেঙে দেয় উইকেট। ১৮ বলে ২১ রান করেন আরভিন। এই ওভারেই দলীয় ৫০ রান পূর্ণ করে জিম্বাবুয়ে। ৬.৪ ওভারে ২ উইকেট হারিয়ে এ রান করে তারা।

উইকেট হারালেও পাওয়ার প্লেতে সাবলীল জিম্বাবুয়ে

ইনিংসের তৃতীয় ওভারে প্রথম উইকেট হারালেও থমকে যায়নি জিম্বাবুয়ের ইনিংস। ৬ ওভারে তারা তুলেছে ৪৩ রান।

 

রেগিস চাকাভাকে ইনিংসের তৃতীয় ওভারে ফেরালেন মোস্তাফিজুর রহমান। স্ট্যাম্প বরাবর ফুলার ডেলিভারিতে উড়িয়ে মেরেছিলেন চাকাভা। টাইমিং ঠিকমতো হয়নি, বল উঠে যায় আকাশে। মিডউইকেটে তালুবন্দি করেন নাজমুল হোসেন শান্ত। ১১ বলে ৮ রান করেন চাকাভা। এর আগে প্রথম ওভারে তাসকিন ৮ রান দিয়ে শুরু করেন বাংলাদেশের ইনিংস। দ্বিতীয় ওভারে স্পিনার নাসুম দেন ৪ রান। তৃতীয় ওভারেই দেখা মেলে উইকেটের।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে শনিবার (৩০ জুলাই) জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ। খেলা শুরু হয় বাংলাদেশ সময় বিকেল ৫টায়। এই ম্যাচে টস হেরে ফিল্ডিং করছে নুরুল হাসান সোহানের দল।

বাংলাদেশ একাদশ

বাংলাদেশ একাদশ সাজিয়েছে তিন পেসার তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামকে নিয়ে। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন নাসুম আহমেদ। সবশেষ ম্যাচ থেকে তিন পরিবর্তন নিয়ে নেমেছে বাংলাদেশ। শেখ মেহেদি, সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ নেই। জায়গা পেয়েছেন তাসকিন, মুনিম শাহরিয়ার ও নাজমুল হোসেন শান্ত।

একাদশে যারা, লিটন দাস, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, মুনিম শাহরিয়ার, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

জিম্বাবুয়ে একাদশ

রেগিস চাকাভা, ক্রেইগ আরভিন (অধিনায়ক), ওয়েসলে মাধভের, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, রায়ান বার্ল, লুক জঙউই, ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারাভা ও তানাকা চিভাঙ্গা।

অধিনায়ক সোহানের পথচলা শুরু

অধিনায়ক হিসেবে নুরুল হাসান সোহানের পথচলা শুরু হলো। তবে নিজের প্রথম ম্যাচে হারলেন টস। নতুন অধিনায়ক হওয়া সোহান বাংলাদেশের জার্সিতে খেলেছেন ৩৩টি টি-টোয়েন্টি ম্যাচ। অভিষেক হয়েছে ২০১৬ সালে। ১২.৯০ গড়ে রান করেছেন ২৭১টি। এবার অধিনায়ক হিসেবে কেমন করেন সেটি দেখার বিষয়। জিম্বাবুয়ে সিরিজে মাহমুদউল্লাহ রিয়াদের পরিবর্তে তিনি অধিনায়ক হন। তিনি বাংলাদেশের অষ্টম টি-টোয়েন্টি অধিনায়ক।

বাংলাদেশের জয়ের পাল্লা ভারি

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশ বেশ এগিয়ে। এখন পর্যন্ত ১৬ বার মুখোমুখি হয়েছে দুই দল। বাংলাদেশ জিতেছে ১১ বার, আর বাকি ম্যাচে জিম্বাবুয়ে। আর তাদের মাটিতে ৫ বারের দেখায় অবশ্য হারতে হয়েছে দুইবার। তবে সিনিয়রদের বাদ দিয়ে তরুণ দল পাঠানোয় এবারের সিরিজের গুরুত্ব অনেক। নজর থাকবে সবারই।

ছেড়ে কথা বলবে না জিম্বাবুয়ে

নেদারল্যান্ডসকে সবশেষ হারিয়েছে জিম্বাবুয়ে। তাতেই দলটি সুযোগ পেয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ওপেনিং রাউন্ডে। অলরাউন্ডার সিকান্দার রাজা মাত্র ৮ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। পার্থক্য গড়ে দিতে পারেন অভিজ্ঞ এই ক্রিকেটার। এছাড়া এই টুর্নামেন্টে ৮৭ ও ৮২ রানের ইনিংস খেলেছেন রাজা। তাদের ৫ ব্যাটসম্যানের চার জনের স্ট্রাইকরেট ১২৬ থেকে দেড়শর মধ্যে। উইজলি মেডভেরে, সেন উইলিয়ামস ও রেগিস চাকাবারা আছেন ফর্মে। নিজেদের মাঠে তারা বাংলাদেশকে ছেড়ে কথা বলবে না নিশ্চিতভাবে।

সবচেয়ে অভিজ্ঞ মোস্তাফিজ

দুই দলের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ মোস্তাফিজুর রহমান। তিনি সবচেয়ে বেশি ৬৬ ম্যাচ খেলেছেন। এছাড়া সবশেষ ২৯ ম্যাচে বাংলাদেশ ওপেনিং জুটিতে পরিবর্তন এনেছে ১০ বার। এই ম্যাচেও ইমনের অভিষেক হলে দেখা যেতে পারে নতুন ওপেনিং জুটি।

কন্ডিশন দিচ্ছে সুখবর

হারারের আবহাওয়া বার্তা বলছে শনিবার বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া থাকবে শুস্ক। সবশেষ ১২ মাসে এই মাঠে আগে ব্যাটিং করা দল গড়ে ১৬০ রান করেছে। অর্থ্যাৎ আগে ব্যাটিং করলে বাংলাদেশেরও জয়ের জন্য এমন রান কিংবা তার চেয়ে বেশি তুলতে হবে স্কোরবোর্ডে।

নতুন অধিনায়ক সোহানের কণ্ঠে পুরোনো বাংলাদেশি ব্র্যান্ড

সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে নতুন অধিনায়ক নুরুল হাসান সোহান বললেন সেই পুরোনো স্টাইলেই খেলার কথা। জিম্বাবুয়েতে মাহমুদউল্লাহ রিয়াদের উত্তরসূরী সোহানের ভাষ্য, ‘আমরা বাংলাদেশি, নিজেদের ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চাই। অনেক দলই হয়তো পাওয়ার হিটিং ভালো পারে। তবে আমরা যদি স্মার্ট এবং সেনসিবল থাকি, ওভার বাউন্ডারির থেকে বাউন্ডারিও মারতে পারব। এখানে একটা সুযোগ, বা আমাদের চাওয়া নিজেদের ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চাই। অন্য দলগুলো কী করছে অবশ্যই আমরা খুব বেশি চিন্তিত না। নিজেদের ব্র্যান্ড তৈরি করতে চাই।’

খুলনা গেজেট / আ হ আ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!