খুলনা, বাংলাদেশ | ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  বাংলাদেশ মহাকাশ গবেষণা সংস্থাকে সহায়তায় নাসার সাথে সমঝোতা চুক্তি সই
  ফরিদপুরের বাখুন্ডায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৭; আহত ৪০
  খুলনায় বাটা শো রুম এবং কেএফসি ফুড কোর্টে ভাংচুর ও লুটপাটের ঘটনায় ৩১ জন গ্রেপ্তার
  শুল্ক কমাতে অনুরোধ জানানো দেশগুলোর সঙ্গে সমঝোতা করবে যুক্তরাষ্ট্র : ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট

মাত্র ১১ নারী ফুটবলারকে আমন্ত্রণ

ক্রীড়া প্রতিবেদক

প্রথম বারের মতো বাংলাদেশ নারী ফুটবল দল পেয়েছে ‘একুশে পদক’। তবে ২১ ফেব্রুয়ারি পদক নেয়ার এই অনুষ্ঠানে পুরো বাংলাদেশ দলকে আমন্ত্রণ জানানো হয়নি। মাত্র ১১ জন ফুটবলারকে আমন্ত্রন জানানো হয়েছে।

যদিও ফেডারেশন থেকে পুরো বহরের ৩২ জনের নামই পাঠানো হয়েছিল। কিন্তু সাংস্কৃতিক মন্ত্রণালয় শুধু ১১ জনকেই পদক দিতে চাচ্ছে।

এদিকে বাফুফে এ নিয়ে চিঠি চালাচালি করছে মন্ত্রণালয়ের সাথে।

বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার জানান, ‘আমরা পুরো বহরের ৩২ জনের নামই পাঠিয়েছি। তবে বলা হয়েছে এই সংখ্যা কমিয়ে ১১ জন করতে। আমরা মনে করি, সাফ শিরোপা জয়ের পেছনে পুরো কন্টিনজেন্টেরই অবদান আছে। তাই আবারো নতুন করে তালিকা পাঠিয়েছি।’

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!