খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, প্রত্যেক মানুষের একটি ভাষা আছে যা তার মাতৃভাষা। মাতৃভাষায় যত দ্রুত একজন আরেকজনকে জানার সুযোগ করে দেয়, বুঝার সুযোগ করে দেয় অন্য কোনোভাবে তা সম্ভব হয় না।
সিটি মেয়র আজ মঙ্গলবার বিকেলে নিরালা তালুকদার কমিউনিটি সেন্টারে ‘বাংলা ভাষায় ইসলাম চর্চা’ শীর্ষক ভাষা ও সাহিত্য সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। আসহাবুল কুরআন ফাউন্ডেশন- খুলনা এ সেমিনারের আয়োজন করে।
ব্যতিক্রমি এ আয়োজনের জন্য সিটি মেয়র আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, ইসলামের মূল গ্রন্থ আল-কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে। নবী (সা.) ও সাহাবীগণ ছিলেন আরবি ভাষী। সে কারণে প্রায় দেড় হাজার বছর ধরে ইসলামী জ্ঞান চর্চার মাধ্যম হয়ে আছে আরবি। স্বাধীনতা পরবর্তী সময়ে মাতৃভাষায় ইসলাম চর্চার ক্ষেত্রে অগ্রগতি সাধিত হলেও ধর্মীয় শিক্ষার সর্বস্তরে মাতৃভাষার গুরুত্ব যথাযথভাবে স্বীকৃত হয়নি। কিন্তু দেশের জনগণের ভাষায়ই ইসলামের দাওয়াত পৌঁছানো জরুরী। তাহলেই দ্রুত ইসলামের প্রসার ঘটানো সম্ভব বলে তিনি উল্লেখ করেন।
ইমাম পরিষদ-খালিশপুর থানা শাখার সভাপতি মাওলানা কারামত আলীর সভাপতিত্বে সেমিনারে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন শাহ্ মুহাম্মদ হাকিম আখতার-এর খলিফা মাওলানা রফিকুর রহমান। অন্যান্যের মধ্যে দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার সহসম্পাদক মাওলানা আলী হাসান তৈয়ব, বিশিষ্ট কলামিস্ট মুফতি যুবায়ের আহমেদ, কথা সাহিত্যিক সোহেল নেওয়াজ, খুলনা দারুল উলুম মাদ্রাসার মোহতামিম মাওলানা মুশতাক আহমেদ, খুলনা আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ আ খম জাকারিয়া, বিশিষ্ট লেখক ও গবেষক মুফতি গোলামুর রহমান, বাংলাদেশ বেতার-খুলনা কেন্দ্রের আলোচক মুফতি আব্দুল কুদ্দুস, বিশিষ্ট লেখক মাওলানা মুজাহিদুল ইসলাম, হাবীব লাইলি মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাসুদুর রহমান, আহসাবুল ফাউন্ডেশনের সভাপতি হাফেজ মাওলানা কবীর হুসাইন প্রমুখ সেমিনারে বক্তৃতা করেন। স্বাগত বক্তৃতা করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা ওমর ফারুক।
পরে বিকাল ৪টায় সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক নগরীর সোনাডাঙ্গা প্রি-ক্যাডেট স্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেপটিক ট্যাংক খালিকরণ ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এসএনভি নেদারল্যান্ডস ডেভলপমেন্ট অর্গানাইজেশনের সহযোগিতায় খুলনা সিটি কর্পোরেশন মাসব্যাপী এ ক্যাম্পেইনের আয়োজন করে।
কেসিসি’র কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সোনাডাঙ্গা আবাসিক এলাকা জনকল্যাণ সমিতির (ফেজ-১) সভাপতি আলহাজ্ব শরীফ আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ লোকমান আহমেদ, সোনাডাঙ্গা জনকল্যাণ সমিতির (ফেজ-২) সভাপতি মোঃ আব্দুল কাদের বেগ ও সাধারণ সম্পাদক মোঃ শামিমুর রহমান। বিষয় ভিত্তিক কর্মপরিকল্পনা তুলে ধরেন এসএনভি’র বিজনেস এন্ড স্যানিটেশন এ্যাডভাইজার তানভীর আহমেদ চৌধুরী এবং স্বাগত বক্তৃতা করেন কেসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মোঃ আব্দুল আজিজ। অন্যান্যের মধ্যে কেসিসি’র কঞ্জারভেন্সী অফিসার মো: আনিসুর রহমান, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ নূর ইসলাম, সাধারণ সম্পাদক মো: ইউসুফ আলী খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।