খুলনা, বাংলাদেশ | ২৬ মাঘ, ১৪৩১ | ৯ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফ আর নেই
  চাকরিতে পুনর্বহাল হচ্ছেন ১৫২২ পুলিশ সদস্য

মঙ্গলবার থেকে মাঠে নামছে বিএনপি, সমাবেশ হবে ৬৪ জেলায়

গেজেট ডেস্ক

দেশের চলমান নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যে মাঠে নামছে বিএনপি। জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিসহ গুরুত্বপূর্ণ ইস্যুতে আগামী ১১ ফেব্রুয়ারি থেকে দেশের ৬৪ জেলায় সমাবেশ করার কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

গতকাল শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবিতে সারা দেশে জেলায় জেলায় সমাবেশের কর্মসূচি করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

তিনি বলেন, ৬৪ জেলায় এই সমাবেশ হবে।

১১ ফেব্রুয়ারি থেকে এই কর্মসূচি শুরু হয়ে তা রমজান শুরু হওয়ার আগেই শেষ হবে। জেলায় জেলায় সভা-সমাবেশের পর পর্যায়ক্রমে মহানগর ও বিভাগীয় সদরে সভা-সমাবেশ হবে। এসব কর্মসূচিতে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে জ্যেষ্ঠ নেতারা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
দলীয় সূত্র জানায়, কোন জেলা ও মহানগরে কবে সমাবেশ হবে, সংশ্লিষ্ট জেলায় কোন কেন্দ্রীয় নেতা সমন্বয় করবেন, তা দলের সাংগঠনিক ও সহসাংগঠনিক নেতাদের সঙ্গে আলোচনা করে ঠিক করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজকালের মধ্যে এই সাংগঠনিক সভা হবে।‌ এই সাংগঠনিক সভায় ১০ বিভাগীয় সাংগঠনিক ও সহসাংগঠনিক সম্পাদক থাকবেন। লন্ডন থেকে ভার্চুয়ালে যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

গত জানুয়ারি মাসে দলের জাতীয় স্থায়ী কমিটির সভায় রাজপথে কর্মসূচি করার সিদ্ধান্ত নেয় বিএনপি।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনার ফ্যাসিস্টদের সহযোগীরা এখন প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রয়েছেন। যাঁরা ৫ আগস্টের পরিবর্তনকে মনে-প্রাণে মেনে নিতে পারেননি—এমন লোকদের চিহ্নিত করতে না পারলে অন্তর্বর্তী সরকারের পক্ষে সফল হওয়া কঠিন।

রুহুল কবীর রিজভী বলেন, সরকার নিজেদের সফল দেখতে চায় কি না, এটিও ভাববার বিষয়। সরকারের ‘কর্মপরিকল্পনার রোডম্যাপে’ কম গুরুত্বপূর্ণ ইস্যু বাদ দিয়ে জনগণের নিত্যদিনের দুঃখ-দুর্দশা লাঘবে অগ্রাধিকার ভিত্তিতে পদক্ষেপ নেওয়া জরুরি।

বিএনপির এই নেতা বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট ফ্যাসিবাদের জননী শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে অবৈধভাবে বসবাস করছেন এবং ষড়যন্ত্রমূলক অডিও রেকর্ড প্রকাশের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে একের পর এক উসকানি প্রদান করছেন।

ফ্যাসিস্ট শেখ হাসিনার উসকানিতে এরই মধ্যে গণহত্যাকারী দল আওয়ামী লীগের নেতাকর্মীরা সারা দেশে গুপ্ত হামলা, ঝটিকা মিছিল ও গণসংযোগ শুরু করেছে। গত ৭ ফেব্রুয়ারি ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে রক্তপিপাসু আওয়ামী দুর্বৃত্তরা গাজীপুরে ছাত্র-জনতার ওপর নারকীয় আক্রমণ চালিয়েছে। এতে ১৫ জনের বেশি গুরুতর জখম হয়েছেন।

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!