ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে গিয়েছেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার লিটন দাস ও রিশাদ হোসেন। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলে তরুণ পেসার নাহিদ রানারও যোগ দেওয়ার কথা রয়েছে। রিশাদ ইতোমধ্যে পিএসএল ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সের টিম হোটেলেও উঠেছেন। সেখানেই মধ্যরাতে শাহিন আফ্রিদিসহ কালান্দার্সের পক্ষ থেকে চমক পেয়েছেন এই স্পিন অলরাউন্ডার।
আগামী ১১ এপ্রিল পিএসএলের দশম আসরের পর্দা উঠবে। উদ্বোধনী ম্যাচেই রিশাদের লাহোর মুখোমুখি হবে টুর্নামেন্টটির ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডের। পিএসএলের ক্যাম্পে যোগ দিতে গত সোমবার বাংলাদেশ ছেড়ে যান রিশাদ ও লিটন। পরবর্তীতে লিটনকে করাচি কিংস এবং রিশাদকে লাহোরের পক্ষ থেকে বরণ করে নেওয়া হয়।
পরবর্তীতে গতকাল মধ্যরাতে বিদেশি ক্রিকেটারদের রুমে গিয়ে দেখা করেন লাহোর ফ্র্যাঞ্চাইজির মালিক ও টিম ডিরেক্টর সামিন রানা, আইকন ক্রিকেটার শাহিন আফ্রিদি ও জিম্বাবুইয়ান তারকা সিকান্দার রাজা। এ নিয়ে একটি ভিডিও নিজেদের সামাজিক মাধ্যমে শেয়ার করেছে লাহোর কালান্দার্স। যেখানে একে একে বিদেশি ক্রিকেটার রিশাদ, কুশল পেরেরা, টম কারান, ডেভিড ভিসা ও স্যাম বিলিংসকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা বিনিময় করেন শাহিনরা।
রিশাদের কক্ষে গিয়ে সালাম দিয়ে তাকে বাইরে ডেকে নেন শাহিন-রাজা। এ সময় জিম্বাবুইয়ান তারকা জিজ্ঞেস করেন, ‘তুমি আমার বন্ধু হবে? হবে না?’ রিশাদও জবাবে বলেন ‘হবো, হবো।’ পরে শাহিন ম্যানেজার ও মালিক সামিন রানার সঙ্গে রিশাদকে পরিচয় করিয়ে দেন। এ সময় সামিন টাইগার তারকাকে উর্দু জানেন কি না জিজ্ঞেস করলে হ্যাঁ-সূচক উত্তর দেন তিনি। এ ছাড়া রিশাদকে ফ্র্যাঞ্চাইজি মালিক যাতে কোনো চাপ না নেন এবং বিশ্রাম করতে বলেন।
প্রসঙ্গত, এবারের পিএসএলে পুরো সময়ের জন্যই রিশাদ-লিটনকে এনওসি বা ছাড়পত্র দিয়েছে বিসিবি। ফলে দুজনেই থাকছেন না জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে। অন্যদিকে, একটি টেস্ট খেলে তারপর পিএসএলে যাবেন নাহিদ রানা। তাই পুরো সময়ের জন্য তিনি এনওসি পাচ্ছেন না। আসরে নিজেদের প্রথম ৫ ম্যাচ মিস করতে পারেন পেশোয়ার জালমির হয়ে খেলতে যাওয়া এই পেসার।
খুলনা গেজেট/জেএম