শরীয়তপুরের নড়িয়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তিন জেলের মৃত্যু হয়েছে। রবিবার (২৬ মার্চ) বিকেলে উপজেলার বাহির কুশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শাহীন শেখ (৩৮), সিরাজ ওঝা (৫০) এবং শাহীন মাঝি (৪০)। তাদের সবার বাড়ি নড়িয়ার ডিঙামানিক এলাকায়।
নিহতের স্বজনরা জানায়, ঘড়িসার ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সাজু মাঝির পুকুরে মাছ ধরার জন্য গেলে হঠাৎ বজ্রপাত হয়। এ সময় ঘটনাস্থলেই তারা মারা যান। নড়িয়া থানার ওসি মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বজ্রপাতে তিনজনের মৃত্যুর খবর পেয়েছি। আমাদের নিয়ম অনুযায়ী নিহতদের পরিবারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
খুলনা গেজেট/কেডি