যশোরের কেশবপুরে মাছের ঘের থেকে অজ্ঞাত (৬৭) এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ নভেম্বর) সকালে উপজেলার কন্দর্পপুর গ্রামের ঘের থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়। এ ব্যাপারে কেশবপুর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
এলাকাবাসী জানিয়েছে, এদিন সকাল সাড়ে ৮টার দিকে মাছের ঘের মালিক দেখতে পান তার পুকুরে একটি মৃতদেহ পড়ে রয়েছে। পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হলে ওই সেটি উদ্ধার করা হয়।
কেশবপুর থানার ডিউটি অফিসার এসআই হাসান মাহমুদ জানিয়েছেন, শনিবার সকাল ৯টার দিকে স্থানীয়দের কাছ থেকে জানতে পেরে উপজেলার কন্দর্পপুর-মধ্যপাড়ার খোরশেদ শেখের মাছের ঘের থেকে অজ্ঞাত ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেছে।
কেশবপুর থানার অফিসার ইনটার্জ (ওসি) মফিজুর রহমান বলেন, অজ্ঞাত ওই বৃদ্ধার পরিচয় এখনো জানা সম্ভব হয়নি। তবে কি কারণে মৃত্যু হয়েছে সে বিষয় খোঁজখবর নেয়া হচ্ছে।
খুলনা গেজেট/কেডি