খুলনা, বাংলাদেশ | ১২ পৌষ, ১৪৩১ | ২৭ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং
  চট্টগ্রামে শাহ আমানত বিমানবন্দরে চোরাচালানের স্বর্ণ বহনের অভিযোগে যাত্রী আটক, বিমান জব্দ

মাগুরা খাদ্য গুদামের ১৯০ টন চাল লোপাট, পরিদর্শকের বিরুদ্ধে মামলা

গেজেট ডেস্ক

মাগুরা খাদ্য গুদামের প্রায় ১৯০ মেট্রিক টন চাল লোপাটের অভিযোগে বরখাস্তকৃত খাদ্য পরিদর্শক মো. শফিকুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সংস্থাটির উপ-পরিচালক মো. বজলুর রহমান বাদী হয়ে ঝিনাইদহের দুদক সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, মাগুরার আড়াপাড়া এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা ও খাদ্য পরিদর্শক থাকাকালীন এ আত্নসাতের ঘটনা তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়। সে কমিটি গত ৬ জানুয়ারি প্রতিবেদন দাখিল করে। যেখানে খাদ্য গুদামে মোট ১৮৯ দশমিক ৯৮১মেট্রিক টন চাল ঘাটতির প্রমাণ পাওয়া যায়। যার সরকারি মূল্য ৮৯ লাখ ৫০ হাজার ৭৪৮ টাকা।

যে কারণে ক্ষমতার অপব্যবহার করে চারটি গুদাম থেকে ও চাল আত্মসাতের অভিযোগে আসামির বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় আসামির বিরুদ্ধে দণ্ডবিধি ৪০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

খুলনা গেজেট/ বিএমএস




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!