মাগুরা-১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসানের নির্বাচনী প্রচারণায় যোগ দিলেন মাশরাফী বিন মর্তুজা। মাগুরা শহর ঘুরে হুট খোলা গাড়িতে নৌকা মার্কায় ভোট চাইলেন সাবেক এই অধিনায়ক।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় নড়াইল থেকে মাগুরা জেলা পরিষদ ডাক বাংলোয় পৌঁছান মাশরাফী। মাগুরা জেলা আওয়ামী লীগের নেতাদের সাথে কিছু সময় কথা বলেই সাকিব আল হাসানকে সাথে করে নৌকা প্রতীকের লিফলেট নিয়ে বেরিয়ে পড়েন প্রচারণায়।
ঐতিহাসিক নোমানী ময়দান থেকে তিনি শুরু করেন প্রচারণা। শহরের চৌরঙ্গীমোড় ঘুরে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে দিয়ে ভায়না মোড় গিয়ে তা শেষ করেন। এ সময় তিনি সাকিবকে ভোটের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেন।
সাবিকের প্রচারণায় যোগ দেয়ার কারণ জানালেন মাশরাফী নিজেই। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সাকিব রাজনীতিতে নতুন। তাই তাকে সময় দিতে দুই ঘণ্টার জন্য মাগুরায় এসেছি।’
নিজের প্রচারণা রেখে কষ্ট করে মাগুরায় আসায় মাশরাফীকে ধন্যবাদ জানান সাকিব আল হাসান।
শহরের ভায়না মোড় থেকে প্রচারণা শেষ করে নড়াইলের উদ্দেশে মাগুরা ত্যাগ করেন মাশরাফী। সাকিবের প্রচারণায় তার সাথে ছিলেন সৌম্য সরকার, আবু হায়দার রনি, সাব্বির রহমানদের মতো জাতীয় দলের ক্রিকেটাররা।
খুলনা গেজেট/ এএজে