বুদ্ধি প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে র্যাব ৬ যশোরের সদস্যরা চল্লিশোর্ধ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার তাকে ঝিনাইদাহ ছয়ালপুট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি ভিকটিমের প্রতিবেশী মো: বাকারুল ইসসলাম।
র্যাবের পাঠানো প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, বুদ্ধি প্রতিবন্ধী ভিকটিম তার বাবা-মা ও বড় বোনের সাথে মাগুরা সদর থানা এলাকায় বসবাস করে আসছে। ২১ ফেব্রুয়ারি কাজের তাগিদে ভিকটিমের পরিবারের সকলে বাড়ির বাইরে ছিলেন। বাড়ি ফাকা থাকার সুযোগে বাকারুল বুদ্ধিপ্রতিবন্ধকে একা পেয়ে ধর্ষণ করে। তার চিৎকারে মা ও বোন এগিয়ে এলে আসামি পালিয়ে যায়। পরবর্তীতে এ ঘটনায় ভিকটিমের বোন বাদী হয়ে থানায় ধর্ষণের মামলা দায়ের করেন। এরপর থেকে আসামি আত্মগোপনে থাকে। ঘটনাটি জানতে পেরে র্যাব ছায়া তদন্ত শুরু করে। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখে।
এরই ধারাবাহিকতায় র্যাব গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে ধর্ষণ মামলার আসামি বাকারুল ঝিনাইদহের ছয়ালপুট এলাকায় অবস্থান করছে। েএমন সংবাদের ভিত্তিতে র্যাব সেখানে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে সে সম্পৃক্ত বলে র্যাবের কাছে জানিয়েছে।
খুলনা গেজেট/ এসজেড