খুলনা, বাংলাদেশ | ১২ পৌষ, ১৪৩১ | ২৭ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং
  চট্টগ্রামে শাহ আমানত বিমানবন্দরে চোরাচালানের স্বর্ণ বহনের অভিযোগে যাত্রী আটক, বিমান জব্দ

মাগুরায় বাস-ট্রলির সংঘর্ষে যুবক নিহত, আহত ১১

গেজেট ডেস্ক

মাগুরায় যাত্রীবাহী বাস ও শ্যালো ইঞ্জিনচালিত নাটাগাড়ির মুখোমুখি সংঘর্ষে সজিব শেখ (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আরও ১১ জন। আহতদের মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকালে মাগুরা সদর উপজেলার মঘির ঢাল এলাকায় মাগুরা-যশোর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সজিব শেখ জেলার শ্রীপুর উপজেলার মাঝাইল মান্দারতলা গ্রামের ওয়াজেদ আলী শেখের ছেলে। তিনি শ্যালো ইঞ্জিনচালিত নাটা গাড়ির হেলপার ছিলেন।

মাগুরা হাইওয়ে পুলিশের ওসি লিয়াকত আলী জানান, সকাল ৯ টার দিকে মাগুরা-যশোর সড়কের মঘির ঢাল এলাকায় সাতক্ষীরা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহি বাসের সাথে বিপরীতমুখী শ্যালো ইঞ্জিনচালিত ইট বোঝাই নাটা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই নাটা গাড়ির হেলপার সবিজ শেখ নিহত হন। আহত হয় বাসযাত্রী ও নাটা গাড়ির শ্রমিকসহ ১১জন। আহতদের মধ্যে ৯ জনকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় নাটাগাড়ির চালক সাইফুল ইসলামসহ দুইজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতারে পাঠানো হয়েছে। পুলিশ দুর্ঘটনাকবলিত বাস ও নাটাগাড়ি আটক করেছে।

এ ঘটনায় সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!