মাগুরা স্টেডিয়াম পাড়া বালুর মাঠ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন মাগুরা জেলা পুলিশ। শুক্রবার ভোর ৬ ঘটিকায় বাঁশের নির্মিত গোলবারে তার ঝুলন্ত লাশ দেখা যায়। লাশ ঝুলন্ত অবস্থায় ফজরের নামাজের মুসল্লিরা দেখতে পেয়ে মাগুরা জেলা পুলিশকে অবহিত করে।
মাগুরা সদর থানা পুলিশ নিহতের লাশ বাঁশের খুটি থেকে মাটিতে নামান এবং মৃত্যু সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
মৃত ব্যক্তির নাম মো: তুহিন (২৩) পিতা মুজিবুর রহমান তিনি যশোর চৌগাছা থানায় কর্মরত পুলিশ সদস্য। মৃত তুহিনের গ্রামের বাড়ি মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার মাধপপুর গ্রামে।
মৃত তুহিনের ভাই তুষার জানান, ঢাকা সিটি কলেজে বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়তেন তুহিন। করোনা ভাইরাস সংক্রমিত লকডাউন এর সময় ঢাকা থেকে মাগুরা এসেছেন এবং সে মাগুরা এই ভাড়া বাসায় পরিবারের সদস্যদের সাথে থাকতেন।
এলাকার একাধিক বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, তুহিন বেশি একটা মানুষের সাথে মেলামেশা করতে পছন্দ করতেন না। একা চলাফেরা করতে বেশি পছন্দ করতেন। তবে বেশ কিছু দিন তাকে অন্য মনষ্ক দেখেছেন বলে তারা জানান।
মাগুরা জেলা পুলিশের এএসপি হাফিজুর রহমান জানান, শুক্রবার ফজর নামাজের পর স্থানীয় লোকজন বাঁশের সাথে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে মাগুরা সদর থানা পুলিশকে অবহিত করেন। লাশটি জনৈক তারিকুল ইসলামের জমির বাঁশের খুটিতে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। মাগুরা সদর থানা পুলিশ ময়না তদন্তের লাশ মর্গে রেখেছে।
খুলনা গেজেট/এনএম