মাগুরার মহম্মদপুরে ফসলের মাঠ থেকে সকিনা বেগম (৩৫) নামের এক নারী শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৫ এপ্রিল) সকালে উপজেলার বিনোদপুর ইউনিয়নের ঘুল্লিয়া গ্রামের হাতিগাড়া ফসলের মাঠ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। সকিনা ঘল্লিয়া গ্রামের আব্দুল মালেক শেখের মেয়ে।
বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার জানান, সকিনা তার স্বামীর সাথে ডির্ভোস হওয়ার পর থেকে তার বাবার বাড়ি ঘুল্লিয়া গ্রামে দীর্ঘদিন ধরে বসবাস করছেন। তিনি এলজিইডির গ্রামীণ রাস্তা মেরামত প্রকল্পে মাটি কাটার শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। তাকে শনিবার রাতে কে বা কারা হত্যা করে ওই গ্রামের হাতিগাড়া ফসলের মাঠে ফেলে রেখে গেছে।
তিনি আরও বলেন, সকিনা দীর্ঘদিন ধরে বিভিন্ন রাস্তায় শ্রমিকের কাজ করে বেশ কিছু টাকা জমিয়ে ছিলেন। তার ওই জমানো টাকা এলাকার কয়েকজন লোককে সুদে দিয়েছিলেন। তিনি বেশ কিছুদিন ধরে পাওনাদারদের কাছে টাকা ফেরত চাইছিলেন। টাকা দিতে তাদের বিভিন্নভাবে চাপও দিয়েছিলেন।
এলাকাবাসী ওই নারীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
ঘুল্লিয়া গ্রামের এক ব্যক্তির সঙ্গে তার প্রেমের সম্পর্কও ছিল। তবে তাকে কী কারণে হত্যা করা হয়েছে এখনো কোনো কারণ জানা যায়নি।
স্থানীয়রা জানান, তার বাবার বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে হাতিগাড়া মাঠের নির্জন জায়গায় তার লাশটি পড়ে ছিল। তিনি লাল রঙের একটি কম্বলের উপর উল্টো হয়ে পড়ে ছিলেন। তার পরনের শাড়ির আচল গলায় পেঁচানো ছিল। তার শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন ছিল।
মহম্মদপুর থানার থানার ওসি তারক বিশ্বাস বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে ফেলে রাখে হয়েছে। তবে কী কারণে হত্যা হয়েছে তা জানা যায়নি। তাকে হত্যা করা হলে তদন্ত করে খুনিদের আইনের আওতায় আনা হবে।
খুলনা গেজেট/ এস আই