মাগুরার মহম্মদপুর থানা হাজতখানা থেকে সাজাপ্রাপ্ত এক আসামি কৌশলে পালিয়ে গেছে। এ ঘটনায় দারোগাসহ দু’পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে আসামির পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে বলে জানিয়েছেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লা।
পলাতক সোয়েব আলী মোল্লার (২৫) বাড়ি মহম্মদপুর উপজেলার রোনগর গ্রামে। একটি চুরি মামলায় নড়াইল আদালত তাকে ৬ বছরের কারাদন্ড দিয়েছিল।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় সোয়েব আলীকে গ্রেপ্তার করে মহম্মদপুর থানা পুলিশ। এরপর তাকে থানা হাজতেই রাখা হয়। পরিদন বেলা ১১টার দিকে কৌশলে তিনি হাজতের রড বাঁকা করে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ ব্যাপক অভিযান চালিয়ে যাচ্ছে।
ঘটনাটি দিনের প্রথম ভাগের হলেও সন্ধ্যায় আসামি পলায়নের বিষয়টি জানাজানি হয়। তবে রাত পর্যন্ত সোয়েব আলীর কোনো সন্ধান পাওয়া যায়নি বলে থানা পুলিশ সূত্র জানিয়েছে।
এ ঘটনায় মহম্মদপুর থানার উপপরিদর্শক মোহাম্মদ শাহিন ও ডিউটিতে থাকা পুলিশ সদস্য মোহাম্মদ পাপ্পুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার। এ ঘটনায় গোটা উপজেলা জুড়ে তোলপাড় চলছে।
খুলনা গেজেট/এনএম