খুলনা, বাংলাদেশ | ১৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  বাংলাদেশে শান্তি অত্যন্ত জরুরি, এটা যেন মনে রাখি: প্রধান উপদেষ্টা
  নরসিংদীতে ঈদের দিন ৪ জনকে কুপিয়ে জখম, একজনকে জবাই করার চেষ্টা

মাগুরায় ৬ রোহিঙ্গা আটক

গেজেট ডেস্ক 

কক্সবাজারের উখিয়া থানার বাবুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে যশোর যাওয়ার পথে মাগুরায় ছয় রোহিঙ্গাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শ্রীপুর উপজেলার ওয়াপদা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

শনিবার (১ মার্চ) মাগুরা জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পুলিশ সুপার মিনা মাহমুদা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

আটককৃতরা হলেন- কক্সবাজারের উখিয়া থানার বাবুখালী রোহিঙ্গা ক্যাম্পের সানাউল্লা (৩৮), একই থানার লাম্বাসিয়া ক্যাম্পের মোহাম্মদ আইয়ুব (২৬), সাব ব্লক রোহিঙ্গা ক্যাম্পের রাজিয়া বেগম (২০), ৫ নম্বর রোহিঙ্গা ক্যম্পের মোহাম্মদ হারেজ (১৫), ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাাম্পের মোহাম্মদ আরজ (২০) এবং ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ এরফান (২৫)।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দিবগত রাতে মাগুরা-ফরিদপুর সড়কের ওয়াপদা বাজার এলাকায় পরিবহন তল্লাশিকালে ওই ৬ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রোহিঙ্গা নাগরিক সানাউল্লাহ কক্সবাজারের বালুখালীর শরণার্থী।

ইতোমধ্যে তিনি রোহিঙ্গা পরিচয় গোপন করে বান্দরবানের নাইক্ষ্যাংছড়ি মোদ্রামাঘোনা এলাকার বাসিন্দা হিসেবে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র তৈরি করেছেন। নতুন আরও ৫ রোহিঙ্গা নাগরিকের বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র তৈরি করে দিতেই সানাউল্লাহ তাদেরকে নিয়ে যশোর যাচ্ছিলেন। পথে মাগুরায় গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়ে।

মাগুরা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার রায় বলেন, আইনি প্রক্রিয়া শেষে ৬ রোহিঙ্গাকে নিজ নিজ ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!