ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার পথে মাগুরায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) বেলা ১১টার দিকে মাগুরা ঝিনাইদহ সড়কের ছোট ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- মাইক্রোবাসের ড্রাইভার শাকিল (২৫), শফিক (৫৫), রত্না (৪০), হুমাইরা (২১), সামিয়া (২২) ও সোহানা (৫)।
আহতদের সবার বাড়ি মেহেরপুরে। তারা ঈদের ছুটিতে একটি মাইক্রোবাসে করে বাড়িতে যাচ্ছিলেন বলে প্রাথমিকভাবে জানা যায়।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে মাগুরা থেকে ঝিনাইদহমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে ঝিনাইদহ থেকে ঢাকামুখী রয়েল পরিবহনের ছোট ব্রিজ এলাকায় সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাসে থাকা ড্রাইভারসহ ছয়জন আহত হন। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে পাঠান।
এদের মধ্যে শাকিল, শফিক, রাত্নাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মাগুরা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, বাস এবং মাইক্রোবাসের সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া মাইক্রোবাস ও রয়েল পরিবহনটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
খুলনা গেজেট/এএজে