খুলনা, বাংলাদেশ | ২৪ মাঘ, ১৪৩১ | ৭ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  রাজধানীর ধানমন্ডি থেকে অভিনেত্রী মেহের আফরোজ শাওন গ্রেপ্তার
  ভারত থেকে শেখ হাসিনার অবিরাম বিবৃতিতে কারণেই ছাত্র-জনতা বিক্ষুব্ধ হয়ে ভাঙচুর চালিয়েছে, দাবি পররাষ্ট্র উপদেষ্টার

মাংসে রং মিশিয়ে বিক্রির অভিযোগে বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে বাসি গরুর মাংসে রং মিশিয়ে বিক্রির অভিযোগে এক মাংস বিক্রেতাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ।

সোমবার বাগেরহাট বাজারের শহর রক্ষা বাঁধ এলাকায় বাসি (আগের দিনের) গরুর মাংসে রং মিশিয়ে বিক্রি করছিল মাংস ব্যবসায়ী বরকত উল্লাহ। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে উক্ত ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: আব্দুল্লা ইমরান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কাঁচাবাজারের মাংসের দোকানে অভিযান চালানো হয়। এসময় আগের দিনের বাসি মাংসে রং
দেওয়া সময় হাতেনাতে বিক্রেতাকে ধরা হয়। পরে বরকত উল্লাহকে মাংস ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, আগামীতে এ অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!