নগরীর মহেশ্বরপাশা দিঘির পশ্চিমপাড় এলাকার বিএনপি নেতা মুক্তিযোদ্ধা শেখ আব্দুল মান্নান (৮২) সোমবার সকাল সাড়ে ৭ টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।
সোমবার আছরবাদ দিঘির পশ্চিমপাড় ঈদগাহ ময়দানে মরহুমের কফিনে রাষ্ট্রের এবং মুক্তিযুদ্ধাদের পক্ষ থেকে জাতীয় ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা দিয়ে ঢেকে দেন এবং ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন। নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল ফয়সাল এর নেত্রীত্বে পুলিশের একটি চৌকস টীম গার্ড অফ অনার প্রদান করেন। মরহুমের জানাযা দিঘির পশ্চিমপাড় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মহেশ্বপাশা সরকারী কবরস্থানে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন করা হয়।
জানাযায় উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা মুক্তিযোদ্ধা কমান্ডার স ম রেজওয়ান আলী, ফুলতলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর আহম্মেদ, দৌলতপুর কমান্ডার মুক্তিযোদ্ধা নূর ইসলাম বন্দ, মহানগর বিএনপির সভাপতি ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু, মহানগর বিএনপির সহ-সভাপতি আলহাজ্জ শেখ ইকবাল হোসেন, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তরিকুল ইসলাম, দৌলতপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল হক নান্নু, বীর মুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা, আলহাজ্ব মোল্যা মুজিবুর রহমান, সাবেক প্যানেল মেয়র মোঃ মনিরুজ্জামান খান খোকন, ১নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আব্দুর রজ্জাক, জামাতনেতা আজিজুর রহমান স্বপন, সাজ্জাদ হোসেন তোতন, মোঃ বেলায়েত হোসেন, আবুল কালাম সিকদার, আব্দুল জলিল হাওলাদার, মোঃ মহিউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মঞ্জিল সরদার, সুবোধ বসু, আবু নাসের বাবু, শেখ আব্দুল কুদ্দুস, ইব্রাহীম কাগজী, আলী আজগর, মাজেদুল ইসলাম, লোকমান সরদার, ইঞ্জিল কাজী, বাবর আলী সরদার, আব্দুস সামাদ খান, এয়ার আলী, শাহজাহান হওলাদার, হাবিবুর রহমান, মাজেদ , কওসার প্রমুখ।
খুলনা গেজেট/এনএম