ঝিনাইদহ মহেশপুরে নিজের টাকায় রাস্তা সংস্কার করলেন জনতা ব্যাংকের এজিএম শফিউল আলম। তিনি মহেশপুর উপজেলার ৬ নং নেপা ইউনিয়নের বাকোসপোতা বাজার হতে বাঘাডাঙ্গা পর্যন্ত ৫ কিলোমিটার এলাকা সংস্কার করেছেন।
এলাকাবাসি জানান, দীর্ঘদিন যাবৎ নতুন কালভার্ট করায় মাটি না দেয়ার কারণে ভাঙা চোরা অবস্থায় রয়েছে যা আমাদের চলাচলের জন্য একেবারেই অনুপোযোগী। প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে একাধিকবার আবেদন নিবেদন করেও কোনো কাজ হয়নি। লোকমুখে শুনে আর সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন খবর দেখে চুপ থাকেননি বাগাডাঙ্গা গ্রামের কৃতিসন্তান শফিউল আলম।
এলাকার ছেলে জনতা ব্যাংকের এজিএম শফিউল আলম নিজস্ব অর্থায়নে এলাকার মানুষের দুর্দশা লাঘবের জন্য রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেন। রাস্তাটি সংস্কারের ফলে সাধারণ জনগণের চলাচলের কষ্ট লাঘব হয়েছে।
খুলনা গেজেট/এমআর