বৈশ্বিক এই মহামারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার যোগ্য নেতৃত্বের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। যেখানে বিশ্বের উন্নত দেশগুলো এই মহামারি মোকাবেলায় হিমশিম খাচ্ছে। সেখানে জননেত্রী শেখ হাসিনা বৈশ্বিক এই মহামারিতে বিপদগ্রস্থ অর্থনীতি চাঙ্গা করতে নিরলস কাজ করে যাচ্ছে। আমাদের ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রীর এই প্রয়াসকে এগিয়ে নিয়ে যেতে হবে।
মঙ্গলবার বাদ আসর বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ খুলনা মহানগর শাখার বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা এই বক্তব্য রাখেন। এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রিয় মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদিকা ড. জিন্নাত আরা।
নগর মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক হোসনে আরা রুনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুৎফুন্নেছা লুৎফার পরিচালনায় আরো উপস্থিত ছিলেন, মুক্তি রায়, আঞ্জুমান আরা, লিভানা পারভীন, মমতাজ বেগম, রেহানা গাজী, জাহানারা সিরাজ, খাদিজা কবির তুলি, মানসুরা জাকীর খুকুমনি, জেসমিন সুলতানা, রহিমা আক্তার হেনা, রুমা খন্দকার মুন্নি, পারভীন হাশমত, এ্যাডঃ সাহারা ইরানী পিয়া, পারভীন ইলিয়াশ, নুরীনা রহমান বিউটি, নূর জাহান রুমী, মোর্শেদা দেলোয়ার মলি, কাউন্সিলর কনিকা সাহা, শাহানুর দুলাল, শিরীনা হান্নান, ফেরদাউস আলম রীতা, ফেরদাউসী সাথী, রিজওনা প্রধান, কণিকা সাহা প্রমূখ।
খুলনা গেজেট/ এমবিএইচ