মহান বিজয় দিবস ২০২০ উদযাপন উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ হতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।কর্মসূচীর মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে নগর ভবন, সিটি মেয়রের আবাসিক ভবন, প্রধান নির্বাহী কর্মকর্তার বাংলো, পৌর গ্যারেজ, শাখা অফিস, সকল ওয়ার্ড অফিস, নগর মাতৃসদন, কেসিসি পরিচালিত সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও সকাল ৭ টায় গল্লামারী স্মৃতি সৌধে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। এছাড়া ভার্চুয়ালের (অনলাইনে) মাধ্যমে শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে।
মহান বিজয় দিবস উপলক্ষে কেসিসি কর্তৃক নগরীর প্রবেশদ্বার, গুরুত্বপূর্ণ আইল্যান্ড ও সড়কদ্বীপসমূহ জাতীয় পতাকা দ্বারা সজ্জিতকরণ এবং নগর ভবন, মেয়র ভবন, খালিশপুর শাখা অফিস, বীর বাঙালী ভাস্কর্য ও শহীদ হাদিস পার্ক আলোকসজ্জা করা হবে। শহীদ মুক্তিযোদ্ধাাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় ও যোদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং দেশ ও জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে কেসিসি’র মসজিদসমূহে বিশেষ দোয়ার আয়োজন করা হবে । এছাড়া শহীদ হাদিস পার্ক এবং দৌলতপুর সেভ এন্ড সেফ এর সামনের কাউন্ট ডাউন মেশিন দ্বারা বিজয় দিবসের আলোকচিত্র প্রদর্শন করা হবে। খবর বিজ্ঞপ্তি
খুলনা গেজেট/এ হোসেন