বিশ্বনবী হযরত মুহাম্মদ (স.)-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন বিজেপির মুখমাত্র নূপুর শর্মা ও নবীন জিন্দাল কর্তৃক কটুক্তি ও অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
খানজাহান আলী থানার তৌহিদি জনতার উদ্যোগে শুক্রবার বিকালে সর্বস্তরের মুসল্লিদের অংশগ্রহনে ইষ্টার্ণগেট এলাকায় এ সমাবেশ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন আলহাজ¦ আব্দুর রাজ্জাক সরদার।
রেজোয়ান হোসেন রাজার পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, হাফেজ ইকবাল হোসেন, মাওঃ মিজানুর রহমান, হাফেজ মিরাজুল ইসলাম, হাফেজ আরমান হুসাইন, আঃ রুহুল কুদ্দুস লস্কর, মোঃ আনোয়ার সরদার, আঃ সালাম গাজী, নুর ইসলাম গাজী প্রমুখ। অনুরুপ এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ জামিরা কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বের হয়। এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাবেক ইউপি চেয়ারম্যান মাওঃ সাইফুল হাসান খান, ফম আঃ রহমান, হুমায়ুন কবির মোল্যা, ইউপি সদস্য শেখ আঃ হালিম, হালিম সরদার, ডাঃ আঃ গনি, আতাউর রহমান, মাওঃ তাওহিদুল ইসলাম, শেখ বাবলুর রহমান, জিএম শফিকুল ইসলাম প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, বিশ^নবী হযরত মুহাম্মদ (সঃ)-কে নিয়ে কুটক্তি ও অপমানকর মন্তব্যের প্রতিবাদে মুসলিম সমাজ ফুঁসে উঠেছে।
এ সময় অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে এ ঘটনার প্রতিবাদ এবং সংসদে নিন্দা প্রস্তাব আনা দাবি জানান।